The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪

গ্রাফিক ডিজাইনে শ্রেষ্ঠ পুরস্কার পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের রাব্বি

বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ২৫তম জাতীয় চারুকলা প্রদর্শনী- ২০২৩ এ গ্রাফিক্স ডিজাইনে শ্রেষ্ঠ পুরস্কার অর্জন করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের গ্রাফিক্স ডিজাইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জিহাদ রাব্বি।

রবিবার (২৮ মে) সন্ধ্যা ৬.০০ টায় একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে চারুকলা প্রদর্শনী ২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ (এমপি), একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব খলিল আহমদ, একাডেমির চারুকলা বিভাগের পরিচালক সৈয়দা মাহবুবা করিম, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব সালাহউদ্দিন আহাম্মদ, দেশ বরেণ্য শিল্পী হাশেম খান এবং মনিরুল ইসলাম।

নিজের এমন কৃতিত্বে আনন্দ প্রকাশ করে জিহাদ রাব্বি বলেন, “জাতীয় পর্যায়ে বিশ্ববিদ্যালয়কে তুলে ধরতে পেরে আমি গর্বিত। বিভাগের সকল শিক্ষকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাই কাছে দোয়া চাই, সামনে যেন আরো ভালো করতে পারি, আন্তর্জাতিক অঙ্গণেও যেন নজরুল বিশ্ববিদ্যালয়কে তুলে ধরতে পারি।”

বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ও চারুকলা বিভাগের অধ্যাপক ড. তপন কুমার সরকার বলেন, এটি বিভাগের শ্রেষ্ঠ অর্জনগুলোর মধ্যে অন্যতম।আমরা অত্যন্ত খুশি ও গর্বিত। এটি শুধু চারুকলা বিভাগের জন্য নয়, পুরো বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা এভাবে নজরুল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে তুলে ধরুক। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এমন অর্জনের ধারা অব্যাহত থাকলে আমাদের বিশ্ববিদ্যালয় বহুদূর এগিয়ে যাবে।

উল্লেখ্য, ২৫তম জাতীয় চারুকলা প্রদর্শনী ২০২৩ নীতিমালা অনুযায়ী ২১ বছরের উর্ধ্বে বাংলাদেশের ১১৩৮জন শিল্পীর ২৯১৪টি শিল্পকর্মের আবেদন জমা পরে। পরে পর্যালোচনা শেষে নির্বাচক মন্ডলী বিভিন্ন বিভাগ থেকে ২৬১জন শিল্পীর ৩০১টি শিল্পকর্ম নির্বাচন করেন।

নির্বাচিত এসকল শিল্পকর্মের মধ্যে রয়েছে চিত্রকলা ৯৬টি, ছাপচিত্র ৩৯টি, আলোকচিত্র ২২টি, ভাস্কর্য ৬০টি, প্রাচ্যকলা ০৪টি, মৃৎশিল্প ০৬ টি, কারুশিল্প ১০টি, গ্রাফিক ডিজাইন ০৭টি, স্থাপনা শিল্প ৩৮টি, নিউ মিডিয়া আর্ট ১১টি, পারফরমেন্স আর্ট ০৩টি।বিভিন্ন ক্যাটাগরিতে সর্বমোট ২০জন পুরুষ্কার পাওয়ার কৃতিত্ব অর্জন করেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.