The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪

পাবলকি বিশ্ববিদ্যালয়ে আলাদাভাবে ছুটি বাড়ছে না

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহ দুই দিনের নির্দেশনা দেয়া হয়েছে। আর বিশ্ববিদ্যালয়গুলোর ব্যাপারে নিজ নিজ উদ্যোগে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ প্রায় সবকটি বিশ্ববিদ্যালয়ে আগে থেকেই সপ্তাহে দুদিনের ছুটি চলছে।

শিক্ষা মন্ত্রণালয়ের নতুন নির্দেশনার বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সোমবার সন্ধ্যায় বলেন, বিশ্ববিদ্যালয়ে আগে থেকেই সপ্তাহে (শুক্রবার-শনিবার) দুদিন একাডেমিক কার্যক্রম বন্ধ থাকছে। বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি অফিসের সময়সূচিও কমানো হয়েছে শুনেছি। এ বিষয়ে আমরাও আগামীকাল সিদ্ধান্ত নেব।

এর আগে সোমবার দুপুরে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, সাপ্তাহিক ছুটির বিষয়ে শিক্ষামন্ত্রীর প্রস্তাব অনুমোদন করা হয়েছে, তিনি নির্দেশনা দিয়ে দেবেন, সপ্তাহে দুদিন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। এরপর বিকেলের দিকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সপ্তাহে শুক্র ও শনিবার ছুটির নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, চলমান পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের নিমিত্তে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহ শুক্রবার ও শনিবার বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়সমূহকে স্ব স্ব কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

অবশ্য চলতি বছরের শুরুর দিকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এক অনুষ্ঠানে আগামী বছর (২০২৩) থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি দুদিন করা হবে বলে জানিয়েছেন। তবে সেটি এ বছর থেকে কার্যকর হচ্ছে। শিক্ষামন্ত্রী সে সময় জানিয়েছিলেন ২০২৩ সাল থেকে সব (প্রাথমিক স্তর থেকে বিশ্ববিদ্যালয়) শিক্ষাপ্রতিষ্ঠানেই দুদিন হবে। এছাড়া বিশ্ববিদ্যালয় পর্যায়ে এখনই সাপ্তাহিক দুই দিন ছুটি রয়েছে।।

You might also like
Leave A Reply

Your email address will not be published.

  1. প্রচ্ছদ
  2. ক্যাম্পাস
  3. পাবলকি বিশ্ববিদ্যালয়ে আলাদাভাবে ছুটি বাড়ছে না

পাবলকি বিশ্ববিদ্যালয়ে আলাদাভাবে ছুটি বাড়ছে না

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহ দুই দিনের নির্দেশনা দেয়া হয়েছে। আর বিশ্ববিদ্যালয়গুলোর ব্যাপারে নিজ নিজ উদ্যোগে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ প্রায় সবকটি বিশ্ববিদ্যালয়ে আগে থেকেই সপ্তাহে দুদিনের ছুটি চলছে।

শিক্ষা মন্ত্রণালয়ের নতুন নির্দেশনার বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সোমবার সন্ধ্যায় বলেন, বিশ্ববিদ্যালয়ে আগে থেকেই সপ্তাহে (শুক্রবার-শনিবার) দুদিন একাডেমিক কার্যক্রম বন্ধ থাকছে। বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি অফিসের সময়সূচিও কমানো হয়েছে শুনেছি। এ বিষয়ে আমরাও আগামীকাল সিদ্ধান্ত নেব।

এর আগে সোমবার দুপুরে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, সাপ্তাহিক ছুটির বিষয়ে শিক্ষামন্ত্রীর প্রস্তাব অনুমোদন করা হয়েছে, তিনি নির্দেশনা দিয়ে দেবেন, সপ্তাহে দুদিন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। এরপর বিকেলের দিকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সপ্তাহে শুক্র ও শনিবার ছুটির নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, চলমান পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের নিমিত্তে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহ শুক্রবার ও শনিবার বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়সমূহকে স্ব স্ব কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

অবশ্য চলতি বছরের শুরুর দিকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এক অনুষ্ঠানে আগামী বছর (২০২৩) থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি দুদিন করা হবে বলে জানিয়েছেন। তবে সেটি এ বছর থেকে কার্যকর হচ্ছে। শিক্ষামন্ত্রী সে সময় জানিয়েছিলেন ২০২৩ সাল থেকে সব (প্রাথমিক স্তর থেকে বিশ্ববিদ্যালয়) শিক্ষাপ্রতিষ্ঠানেই দুদিন হবে। এছাড়া বিশ্ববিদ্যালয় পর্যায়ে এখনই সাপ্তাহিক দুই দিন ছুটি রয়েছে।।

পাঠকের পছন্দ

মন্তব্য করুন