The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ৩০শে অক্টোবর, ২০২৪

গুচ্ছের বিজ্ঞপ্তি প্রকাশ রোববার

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি আগামী রবিবার (১২ জুন) প্রকাশ করা হবে। যদিও আগামীকাল শুক্রবার অথবা শনিবার এই বিজ্ঞপ্তি প্রকাশের কথা ছিল। বৃহস্পতিবারের (৯ জুন) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন।

তিনি বলেন, আগামী রবিবার (১২ জুন) পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। একইসাথে গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটেও বিজ্ঞপ্তিটি আপলোড করা হবে। বিজ্ঞপ্তি প্রকাশের তিনদিন পর ১৫ জুন থেকে আবেদন শুরু হবে।

২০১৭ সালে এসএসসি পাসকৃতদের ভর্তি পরীক্ষায় সুযোগ দেওয়া প্রসঙ্গে তিনি আরও বলেন, গত ৫ জুনের সভায় যারা ২০১৭ সালে এসএসসি পাস করেছে তাদের ভর্তি পরীক্ষার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। আজকের সভায় সেটি চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতেও সেটি উল্লেখ করা হয়েছে।

এদিকে আগামী ১৫ জুন থেকে ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু হয়ে চলবে ২৫ জুন পর্যন্ত। চলতি শিক্ষাবর্ষের ভর্তি আবেদনে নির্দিষ্ট তারিখ শেষে আর অতিরিক্ত সময় বাড়ানো হবে না। আবেদন শেষে আগামী ৩০ জুলাই থেকে এসব বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হবে। ৩০ জুলাই ‘ক’ ইউনিট, ১৩ আগস্ট ‘খ’ ইউনিট এবং পরবর্তী শনিবার অর্থ্যাৎ ২০ আগস্ট ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিকে গতবারের চেয়ে এবারে ৩০০ টাকা বাড়িয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন ফি ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এবার ভর্তি পরীক্ষা ছাড়াও ভর্তি কার্যক্রমসহ সব কিছু কেন্দ্রীয়ভাবে পরিচালিত হবে। শিক্ষার্থীরা শুধু একবারই টাকা দিতে হবে। পাশাপাশি ১শ’ নাম্বারের ভর্তি পরীক্ষায় ৩০ নাম্বারে পাস নাম্বার নির্ধারণ করা হয়েছে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.