ঢাকা, শুক্রবার, ২৩ মে ২০২৫ ১০ জ্যৈষ্ঠ ১৪৩২
 
শিরোনাম

বিএনপি রাজনীতি খালেদার স্বাস্থ্য ও তারেকের মুক্তি দাবিতেই সীমাবদ্ধ: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
১২ জানুয়ারি, ২০২২ ২১:৫
নিজস্ব প্রতিবেদক
বিএনপি রাজনীতি খালেদার স্বাস্থ্য ও তারেকের মুক্তি দাবিতেই সীমাবদ্ধ: তথ্যমন্ত্রী

বিএনপির রাজনীতি শুধু বেগম খালেদার জিয়ার স্বাস্থ্য ও তারেক জিয়ার মুক্তির দাবির মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। বিএনপির সমস্যা শুধু খালেদা জিয়ার সমস্যাই, দেশের মানুষের সমস্যা তাদের সমস্যা নয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের পক্ষ থেকে উত্তরা ৩ নম্বর সেক্টরের ফ্রেন্ডস ক্লাব মাঠে আজ বুধবার বিকেলে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি শুধুমাত্র খালেদা জিয়ার স্বাস্থ্য আর তারেক জিয়ার শাস্তি এ দুটি নিয়েই ব্যস্ত। তাদের রাজনীতি দুটির মধ্যেই সীমাবদ্ধ। এর থেকে বের হতে পারছে না তারা। খালেদা জিয়ার হাতে যদি একটু ব্যথা বেশি হয় তখন বিএনপি তা নিয়ে কথা বলে। খালেদা জিয়ার গায়ের তাপমাত্রা যদি একটু বেড়ে যায় তা নিয়ে কথা বলে। আর তাদের রাজনীতিতে বেগম খালেদা জিয়ার হাঁটুর ব্যথা ও শরীরের তাপমাত্রা মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেছে। আমি আশা করব তারা সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন।’

হাসান মাহমুদ বলেন, ‘বিএনপির আজকে জনগণকে নিয়ে কোনো চিন্তা নেই। শুধু খালেদা জিয়ার স্বাস্থ্যের মধ্যে সীমাবদ্ধ আছে। বিএনপি শুধু খালেদা জিয়াকে বাঁচাতে চায়, কিন্তু দেশের মানুষকে বাঁচাতে চায় না। খালেদা জিয়া শুধু রং চং মাখতে পারে না। অথচ সবকিছুই ঠিক আছে।’

প্রাসঙ্গিক
    মন্তব্য

    এইচএসসি ভোকেশনালের ১৮৯টি উত্তরপত্র হারিয়ে গেছে

    নিজস্ব প্রতিবেদক
    ১২ জানুয়ারি, ২০২২ ২১:১
    নিজস্ব প্রতিবেদক
    এইচএসসি ভোকেশনালের ১৮৯টি উত্তরপত্র হারিয়ে গেছে

    সম্প্রতি অনুষ্ঠিত হওয়া এইচএসসি ভোকেশনাল পরীক্ষার ১৮৯টি উত্তরপত্রের দুটি প্যাকেট হারিয়ে গেছে।

    হারিয়ে যাওয়া প্যাকেটের মধ্যে একাদশ ও দ্বাদশ শ্রেণির পদার্থবিজ্ঞান প্রথমপত্রের ৯৬টি এবং একই বিষয়ের দ্বিতীয়পত্রের ৯৩টি উত্তরপত্র রয়েছে।

    গোপালগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের এ পত্রগুলো ভুলবশত রাস্তায় পড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

    জানা গেছে, পরীক্ষা শেষে গত ২ ডিসেম্বর স্থানীয় পোস্ট অফিসের মাধ্যমে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে উত্তরপত্রের সিলগালা করা দুটি প্যাকেট সাদা একটি কাপড়ের ব্যাগে পাঠাতে মোটরসাইকেলযোগে রওনা দেন একাডেমিক সহকারী নুরুল ইসলাম।

    উত্তরপত্রগুলোর দুটি প্যাকেট পোস্ট অফিসে নিয়ে যাওয়ার সময় খাতাগুলো পড়ে যায়। পরে আর সেগুলো খুঁজে পাওয়া যায়নি। একাডেমিক সহকারী নুরুল ইসলাম এই ঘটনায় সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

    ঘটনার দিনই বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আব্দুর রহমানকে আহ্বায়ক করে ৩ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী কেন্দ্র সচিব গোপালগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান এবং একাডেমিক প্রধান হিসেবে কলেজের ইনস্ট্রাক্টর (ড্রেসমেকিং অ্যান্ড টেইলারিং) মো. তৌহিদুর রহমান খানকে সাময়িক বরখাস্ত করা হয়।

    শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খানের সই করা অফিস আদেশে এই দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয় এবং বিভাগীয় মামলা করার নির্দেশ দেওয়া হয়।

    গত ৩০ ডিসেম্বর এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষ হয়। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এর ফল প্রকাশের কথা রয়েছে।

    হারিয়ে যাওয়া উত্তরপত্রের পরীক্ষার্থীদের ফলাফলের বিষয়ে কারিগরি শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (গোপনীয়) মো. ইয়াছিন জানান, পরীক্ষার্থীদের কনসিডার করা হবে। আগের পরীক্ষাগুলো যাচাই করে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে তাদের নম্বর দেওয়া হবে। শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হবে।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      ফেব্রুয়ারিতে ভয়াবহ রূপ নেবে করোনাভাইরাস: ড. বিজন

      নিজস্ব প্রতিবেদক
      ১২ জানুয়ারি, ২০২২ ২০:৫০
      নিজস্ব প্রতিবেদক
      ফেব্রুয়ারিতে ভয়াবহ রূপ নেবে করোনাভাইরাস: ড. বিজন

      আগামী ফেব্রুয়ারি মাসে করোনা দেশে ভয়াবহ রুপ নিতে পারে বলে আশঙ্কা করেছেন বিশিষ্ট অণুজীব বিজ্ঞানী ও সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. বিজন কুমার শীল।

      তিনি বলেন, করোনার বর্তমান অবস্থা প্রতিরোধে আমি লকডাউনের পক্ষপাতী নই। সংক্রমণ এড়াতে স্বাস্থ্য সচেতনতাকে বেশি গুরুত্ব দিতে হবে।

      বুধবার (১২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সম্মেলন কক্ষে কোভিড-১৯ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। উপাচার্যের নির্দেশক্রমে এবং সেন্টার ফর মাল্টিডিসিপ্লিনারী রিসার্চ বিভাগের উদ্যােগে এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (চলতি দায়িত্ব) অধ্যাপক ডা. মো. দেলওয়ার হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম চৌধুরী। রেজিস্ট্রার এস. তাসাদ্দেক আহমেদ প্রমুখ।

      উপাচার্যের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম, রেজিস্ট্রার এস. তাসাদ্দেক আহমেদ, বিভিন্ন অনুষদীয় ডিনগণ এছাড়া অনলাইন প্লাটফর্ম জুম আ্যপসে বিভিন্ন বিভাগের শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।

      উল্লেখ্য, অধ্যাপক ড. বিজন কুমার শীল একজন বাংলাদেশী অণুজীববিজ্ঞানী। তিনি সার্সের কুইক টেস্টের আবিষ্কারক। গণ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালের প্রধান বিজ্ঞানী। দীর্ঘদিন ধরে গণ বিশ্ববিদ্যালয়ে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত সেমিনার ও সচেতনামূলক কার্যক্রম করে আসছেন। করোনা ভাইরাস দ্রুত সনাক্তকরণে তার উদ্ভাবিত র‌্যাপিড ডট ব্লট কিট সাড়া জাগালেও বাংলাদেশ সরকারের অনুমতি না মেলায় বাজারজাত করণ সম্ভব হয়নি।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        একাদশে ভর্তির আবেদনে সতর্ক থাকার নির্দেশ

        নিজস্ব প্রতিবেদক
        ১২ জানুয়ারি, ২০২২ ১৫:৩৪
        নিজস্ব প্রতিবেদক
        একাদশে ভর্তির আবেদনে সতর্ক থাকার নির্দেশ

        একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদনের ক্ষেত্রে শিক্ষা বোর্ডের নির্দিষ্ট ওয়েবসাইট থেকে আবেদন করতে বলা হয়েছে। এর বাইরে ভুয়া ওয়েবসাইটের মাধ‌্যমে আবেদন করে কোনো শিক্ষার্থী ও অভিভাবক প্রতারিত হলে বোর্ড কর্তৃপক্ষ দায় বহন করবে না বলে জানানো হয়েছে।

        বুধবার (১২ জানুয়ারি) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ সই কার সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করা হয়।

        বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লক্ষ্য করা যাচ্ছে, কিছু প্রতারক চক্র সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের থেকে কৌশলে তথ্য সংগ্রহ করে তাদের অনুমতি ছাড়াই অনলাইনে ভর্তির আবেদন করছে। শিক্ষার্থী ও অভিভাবকসহ সবাইকে এ ধরনের প্রতারক চক্র থেকে সাবধান থাকার জন্য সতর্ক করেছে ঢাকা বোর্ড।

        বোর্ড জানিয়েছে, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে প্রতারণায় জড়িত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে তাদের প্যানেল বা সার্ভার বন্ধসহ পাঠদান স্থগিত করা হবে বলেও উল্লেখ করা হয়।

        একাদশে শ্রেণিতে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটের http://www.xiclassadmission.gov.bd মাধ্যমে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন নেওয়া হচ্ছে।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          প্রতিদিন শিক্ষার্থীদের করোনার তথ্য দিতে হবে

          নিজস্ব প্রতিবেদক
          ১২ জানুয়ারি, ২০২২ ১৫:৩২
          নিজস্ব প্রতিবেদক
          প্রতিদিন শিক্ষার্থীদের করোনার তথ্য দিতে হবে

          আবারও বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। এ পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানের সংক্রমণ পরিস্থিতি মনিটরিং করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে প্রতিদিন শিক্ষা প্রতিষ্ঠানের করোনা সংক্রান্ত তথ্য পাঠাতে হবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে (মাউশি)।

          বুধবার (১২ জানুয়ারি) মাউশির এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

          এতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা গাইডলাইন, নির্দেশনা পত্র এবং কোডিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সুপারিশের আলোকে শিক্ষা প্রতিষ্ঠান নিয়মিতভাবে সুরক্ষিত রাখার জন্য দৈনিক ভিত্তিতে মনিটরিং করার লক্ষ্যে একটি চেকলিস্ট প্রস্তুত করা হয়েছিল। কোভিড-১৯ সংক্রমণ পুনরায় বৃদ্ধি পাওয়ায় মনিটরিং চেকলিস্টের তথ্যগুলো গুগল ফরমের মাধ্যমে প্রতিদিন বেলা ৫টার মধ্যে পাঠাতে হবে।

          নির্ধারিত লিংকে প্রবেশ করে (https://tinyurl.com/dshe-school-reopen) গুগল ফরমে তথ্য দিতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত