The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪

করোনা বাড়ছে, ঝুঁকি নেয়ার সুযোগ নেই

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, করোনা সংক্রমণের হার বাড়ছে। আমাদের দেশে সংক্রমণের হার কম থাকলেও এখন বাড়তির দিকে। বিশ্বব্যাপী অনেকগুলো দেশ, একবারে অনেক উন্নত দেশও করোনায় পর্যুদস্ত অবস্থা। আমাদের ঝুঁকি নেবার কোনো সুযোগ নেই। আমরা টিকা দেবার ব্যবস্থা করেছি এবং সেই টিকা দেয়া চলছে। সেটাকে আরও বেগবান করতে হবে। সেজন্য সরকারও সিদ্ধান্ত গ্রহণ করেছে।

বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের বাহাদুরপুর রোভার স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নে জবাবে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, আশা করি এখন যেভাবে টিকাদান কর্মসূচি চলছে, তাতে খুব শিগগিরই আমাদের ১২ বছর বয়সী যারা রয়েছে তাদের বেশিরভাগই টিকা পেয়ে যাবে। আশা করছি যত দ্রুত সম্ভব সকলেই টিকার আওতায় গিয়ে ক্লাসে ফিরে আসবে। তবে তাদের অনলাইন ও টেলিভিশনে ক্লাসে অংশগ্রহণের সুযোগও চলমান আছে।

দীপু মনি আরও বলেন, আমাদের ঝুঁকি নেবার কোন সুযোগ নেই। শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি আমাদের গুরুত্বের সঙ্গে ভাবতেই হবে। স্বাস্থ্য অধিদপ্তরসহ সংশ্লিষ্ট অফিস নিয়মিতভাবে এ বিষয়টি দেখাশুনা করছে। এখন আমাদের শিক্ষক/শিক্ষার্থী অনেক সচেতন। এখন যেহেতু সংক্রমণ বাড়ছে, তাই আমাদের মধ্যে এ বিষয়ে আরও সচেতনতা বাড়াতে হবে। যদিও মাঝখানে আমরা একটু ঢিলেমি দিয়েছি। কিন্তু এখন সেটির আর সুযোগ নেই।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমানের সভাপতিত্বে রোভার স্কাউটসদের প্রতিভা অন্বেষণ আন্তঃইউনিট বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটের প্রধান জাতীয় কমিশনার ও দুর্নীতি দমনের কমিশনার মো. মোজাম্মেল হক খান, গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্বিবদ্যালয়ে উপাচার্য অধ্যাপক গিয়াসউদ্দিন মিয়া, টঙ্গী সরকারি কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলামসহ স্কাউটসের কর্মকতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

You might also like
Leave A Reply

Your email address will not be published.