The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপের ভাইবার জন্য ইবির ৪২ শিক্ষার্থী মনোনীত

মুনিম, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ৪২ জন শিক্ষার্থী ২০২১-২২ অর্থবছরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপের ভাইবার জন্য মনোনীত হয়েছেন। মঙ্গলবার (৮ নভেম্বর) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করা হয়।

এতে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ২৯ জন, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগে ৬ জন, গনিত বিভাগ থেকে ৩ জন, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইন্জিনিয়ারিং বিভাগের ২ জন, পরিসংখ্যান বিভাগ থেকে ১ জন এবং ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ১ জন ফেলোশীপের জন্য মনোনীত হয়েছেন।
তিন ক্যাটাগরিতে (ভৌতবিজ্ঞান, জীববিজ্ঞান ও চিকিৎসা বিজ্ঞান) ফেলোশীপের জন্য শিক্ষার্থীদের মনোনীত করা হয়।

উল্লেখ্য, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ হলো একধরনের বৃত্তি, যেটা পাবলিক বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠানে অধ্যয়নরত, গবেষণারত এমএসসি, এমফিল, পিএইচডি এবং পোস্ট-ডক্টরাল পর্যায়ের গবেষকদের প্রদান করা হয়। এই বৃত্তির মাধ্যমে প্রত্যেক শিক্ষার্থীকে ৫৪০০০ টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়।

You might also like
Leave A Reply

Your email address will not be published.

  1. প্রচ্ছদ
  2. ক্যাম্পাস
  3. জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপের ভাইবার জন্য ইবির ৪২ শিক্ষার্থী মনোনীত

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপের ভাইবার জন্য ইবির ৪২ শিক্ষার্থী মনোনীত

মুনিম, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ৪২ জন শিক্ষার্থী ২০২১-২২ অর্থবছরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপের ভাইবার জন্য মনোনীত হয়েছেন। মঙ্গলবার (৮ নভেম্বর) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করা হয়।

এতে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ২৯ জন, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগে ৬ জন, গনিত বিভাগ থেকে ৩ জন, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইন্জিনিয়ারিং বিভাগের ২ জন, পরিসংখ্যান বিভাগ থেকে ১ জন এবং ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ১ জন ফেলোশীপের জন্য মনোনীত হয়েছেন।
তিন ক্যাটাগরিতে (ভৌতবিজ্ঞান, জীববিজ্ঞান ও চিকিৎসা বিজ্ঞান) ফেলোশীপের জন্য শিক্ষার্থীদের মনোনীত করা হয়।

উল্লেখ্য, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ হলো একধরনের বৃত্তি, যেটা পাবলিক বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠানে অধ্যয়নরত, গবেষণারত এমএসসি, এমফিল, পিএইচডি এবং পোস্ট-ডক্টরাল পর্যায়ের গবেষকদের প্রদান করা হয়। এই বৃত্তির মাধ্যমে প্রত্যেক শিক্ষার্থীকে ৫৪০০০ টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়।

পাঠকের পছন্দ

মন্তব্য করুন