ঢাকা, সোমবার, ১১ আগস্ট ২০২৫ ২৭ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম

বৃহস্পতিবার সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
১৭ জুলাই, ২০২৪ ২০:৫৩
নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা

কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার (১৮ জুলাই) সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৭ জুলাই) সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে এই ঘোষণা দেয়া হয়।

পোস্টে বলা হয়েছে, ‘কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর পুলিশ, বিজিবি, র‍্যাব, সোয়াটের ন্যক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে ১৮ জুলাই সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করছি।’

‘শুধুমাত্র হাসপাতাল ও জরুরি সেবা ব্যতীত কোনো প্রতিষ্ঠানের দরজা খুলবে না, অ্যাম্বুলেন্স ব্যতীত সড়কে কোনো গাড়ি চলবে না। সারাদেশের প্রতিটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি আগামীকালকের কর্মসূচি সফল করুন।’

পোস্টে আরও বলা হয়, ‘আমাদের অভিভাবকদের বলছি, আমরা আপনাদেরই সন্তান। আমাদের পাশে দাঁড়ান, রক্ষা করুন। এই লড়াইটা শুধু ছাত্রদের না, দলমত নির্বিশেষে এদেশের আপামর জনসাধারণের।’

আন্দোলনের মুখে ২০১৮ সালের ৪ অক্টোবর সরকারি চাকরিতে ৯ম থেকে ১৩তম গ্রেড পর্যন্ত কোটাপদ্ধতি বাতিল করে পরিপত্র জারি করে সরকার। তখন সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা ছিল ৩০ শতাংশ। এছাড়া ১০ শতাংশ নারী, ১০ শতাংশ জেলা, ৫ শতাংশ ক্ষুদ্র জাতিগোষ্ঠী এবং ১ শতাংশ প্রতিবন্ধী কোটা ছিল। সব মিলিয়ে ৫৬ শতাংশ।

কোটা বাতিল করে সরকারের পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে ২০২১ সালে রিট করেন বীর মুক্তিযোদ্ধার সন্তান অহিদুল ইসলামসহ সাতজন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে ২০২১ সালের ৬ ডিসেম্বর রুল দেন হাইকোর্ট। চূড়ান্ত শুনানি শেষে গত ৫ জুন রুল অ্যাবসলিউট (যথাযথ) ঘোষণা করে রায় দেন হাইকোর্ট।

পরে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন চেম্বার আদালত হয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য ওঠে ৪ জুলাই। রিট আবেদনকারীপক্ষ সময় চেয়ে আরজি জানালে সেদিন আপিল বিভাগ শুনানি পিছিয়ে দেন। পাশাপাশি রাষ্ট্রপক্ষকে নিয়মিত লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করতে বলা হয়। এ অবস্থায় কোটা পুনর্বহালসংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত চেয়ে গত ৯ জুলাই আবেদন করেন দুই শিক্ষার্থী।

দুই শিক্ষার্থী ও রাষ্ট্রপক্ষের করা আবেদন শুনানির জন্য ১০ জুলাই আপিল বিভাগে ওঠে। শুনানি শেষে সরকারি চাকরিতে নিয়োগে কোটার বিষয়ে পক্ষগুলোকে স্থিতাবস্থা বজায় রাখতে আদেশ দেন আপিল বিভাগ। কিছু পর্যবেক্ষণ, নির্দেশনাসহ এ আদেশ দেয়া হয়। এই স্থিতাবস্থা চার সপ্তাহের জন্য উল্লেখ করে আপিল বিভাগ আগামী ৭ আগস্ট পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

আন্দোলনকারীরা আদালতের আদেশ মানে না দাবি করে নির্বাহী বিভাগের আদেশের দিকে তাকিয়ে বিক্ষোভ-সমাবেশ চালিয়ে আসছেন।

সোমবার (১৫ জুলাই) দুপুরের পরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। কয়েক ঘণ্টা চলা সংঘর্ষে উভয়পক্ষের অনেকে আহত হন। সন্ধ্যার পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ হয়। সেখানে অনেকে আহত হন।

তাদের সঙ্গে কোটা সংস্কারের দাবিতে মঙ্গলবার বেলা ১১টা থেকে রাজধানীর ১৫-২০টি স্থানে একযোগে সড়ক অবরোধ শুরু করেন বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। অবরোধে গোটা রাজধানী অচল হয়ে পড়ে। পাশাপাশি চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, বগুড়াসহ দেশের প্রায় সর্বত্র শিক্ষার্থীরা সড়কে নেমে এসেছেন। শেষ খবর পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে ছাত্রলীগ ও পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে ছয় জন নিহত হয়েছেন।

নিহতদের গায়েবানা জানাজাকে কেন্দ্র করে বুধবারও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে পুলিশ এবং ছাত্রলীগের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। এতে সাংবাদিকসহ আনেকে আহত হয়েছেন।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    ক্যাম্পাস আমার নিয়ন্ত্রণে নেই: ঢাবি ভিসি

    নিজস্ব প্রতিবেদক
    ১৭ জুলাই, ২০২৪ ১৯:২৮
    নিজস্ব প্রতিবেদক
    ক্যাম্পাস আমার নিয়ন্ত্রণে নেই: ঢাবি ভিসি

    ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিপুলসংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, দাঙ্গা পুলিশ, বিজিবি এবং সাঁজোয়া যান মোতায়েন করা হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা গায়েবানা জানাজা ও কফিন মিছিলের কর্মসূচি পালনে জড়ো হওয়ার চেষ্টা করছেন। পুলিশ বারবার সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল মেরে তাদের ছত্রভঙ্গ করে দিচ্ছে। এরই মধ্যে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

    এমন পরিপ্রেক্ষিতে ক্যাম্পাসের বর্তমান পরিস্থিতি জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেছেন, ‘ক্যাম্পাস আমার নিয়ন্ত্রণে নেই। আমি কিছু বলতে পারব না।’

    এদিকে গতকাল সারা দেশে বিক্ষোভ, সংঘর্ষ ও ৬ নিহত হওয়ার ঘটনার পর রাতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসন জরুরি বৈঠক করে হল খালি করে দেওয়ার নির্দেশনা দিয়েছে। তবে শিক্ষার্থীরা হলে অবস্থান করতে অনড়।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      শিক্ষার্থীদের দাবির মুখে ছাত্র রাজনীতি বন্ধ ঘোষণা করলেন রাবি উপাচার্য

      নিজস্ব প্রতিবেদক
      ১৭ জুলাই, ২০২৪ ১৯:১৬
      নিজস্ব প্রতিবেদক
      শিক্ষার্থীদের দাবির মুখে ছাত্র রাজনীতি বন্ধ ঘোষণা করলেন রাবি উপাচার্য

      শিক্ষর্থীদের দাবির মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য ছাত্র রাজনীতি বন্ধ ঘোষণা করেছেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আপাতত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্র রাজনীতি বন্ধ থাকবে বলে তিনি মৌখিকভাবে জানিয়েছেন।

      বুধবার বিকেল ৫টায় আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবির মুখে তিনি এ ঘোষণা দেন।

      শিক্ষার্থীদের আরও দাবি ছিল হল ছাড়ার বিজ্ঞপ্তি প্রত্যাহারের। তবে এই দাবি মানতে রাজি হননি উপাচার্য।

      বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণার পরিপ্রেক্ষিতে রাবি শিক্ষার্থীরা দুপুর ২টা ৪৫ মিনিটে প্রশাসনিক ভবন অবরুদ্ধ করে। বিকাল পর্যন্ত শিক্ষার্থীরা তাদের অবরুদ্ধ করে রাখে।

      একপর্যায়ে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল প্রশাসনিক ভবনে প্রবেশ করে উপাচার্যের সঙ্গে আলোচনায় বসে। আলোচনার এক পর্যায়ে ক্যাম্পাসে ঘোষণা দেন উপাচার্য।

      উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয় হচ্ছে মুক্তচিন্তার জায়গা। এখানে রাজনীতি থাকবে এটাই স্বাভাবিক তবে ছাত্রদের দাবির বিষয়ে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেবো। এছাড়াও সরকার থেকে আগামীকাল বাংলাদেশের সব স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা আসছে। আমরা শিক্ষার্থীদের কথা চিন্তা করে হল বন্ধ রাখার নির্দেশনা দিয়েছি। হল ত্যাগের নির্দেশনা বাতিল করতে হলে ইউজিসির সাথে কথা বলে সিদ্ধান্ত নিতে হবে।’

      তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা যারা আছেন তাদের অনুমতিতেই বলছি শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ক্যাম্পাসে আপাতত ছাত্র রাজনীতি স্থগিত ঘোষণা করছি। এ বিষয়ে আজ প্রেস বিজ্ঞপ্তিতে দিয়ে জানিয়ে দেওয়া হবে।’

      এর আগে শিক্ষার্থীর দাবির মুখ শহীদ সোহরাওয়ার্দী হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন।

      পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী এদিন সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সব হল থেকে শিক্ষার্থীরা প্রস্তুতি নিয়ে সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবন অবরোধ করেন। এসময় তারা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগকে অবাঞ্ছিত ঘোষণা করেন এবং হল প্রশাসনের কাছে আরও পাঁচ দফা দাবি জানান।

      দাবিগুলো হলো— এক. বিশ্ববিদ্যালয়ের সব হলে স্থায়ীভাবে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে। সিন্ডিকেট থেকে আজকেই তা পাশ করতে হবে। দুই. হল ত্যাগের নির্দেশনা আজ দুপুর দুইটার মধ্যে বাতিল করতে হবে। তিন. মেস মালিকদের চিঠি দিয়ে দ্রুত সময়ে মেস খোলার নির্দেশ দিতে হবে, চার. শিক্ষার্থীদের কোনো ক্ষতি হলে দ্রুত সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে, চলমান কোটা আন্দোলনকারীদের ওপর যেন কোনো মামলা না হয় তা প্রশাসনকে নিশ্চিত করতে হবে। পাঁচ. আজকেই মিডিয়ার উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে অস্ত্র মুক্ত করতে হবে। প্রতিটি হলে নিয়মিতভাবে সিট বন্টনের দায়িত্ব হল প্রশাসনকে নিতে হবে, যেসব হলে অস্ত্র পাওয়া গেছে সেসব হল প্রভোস্টদের দ্রুত সময়ে পদত্যাগ করতে হবে।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        ভিসি ও প্রক্টরের কুশপুত্তলিকা পোড়ালো বেরোবি শিক্ষার্থীরা

        নিজস্ব প্রতিবেদক
        ১৭ জুলাই, ২০২৪ ১৮:৫৯
        নিজস্ব প্রতিবেদক
        ভিসি ও প্রক্টরের কুশপুত্তলিকা পোড়ালো বেরোবি শিক্ষার্থীরা

        বেরোবি প্রতিনিধি: চলমান কোটা সংস্কার আন্দোলনে বিশ্ববিদ্যালয় ভিসি ও প্রক্টরের দায়িত্বহীনতায় পুলিশের গুলিতে নিহত আবু সাইদের হত্যার প্রতিবাদে কুশপুত্তলিকা পোড়ালে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি)সাধারণ শিক্ষার্থীরা।

        আজ বুধবার (১৭জুলাই) বিশ্ববিদ্যালয়ের গেটে এই কুশপুত্তলিকা দাহ করানো হয়।

        বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড.হাসিবুর রশীদ ও প্রক্টর মো শরিফুল ইসলামের দায়িত্বহীনতা ও নিরব ভূমিকার কারনে আবু সাইদ শহীদ হয়েছে বলে সাধারণ শিক্ষার্থীরা জানান।

        গত কাল (১৬ জুলাই) দুপুর ২ টার দিকে রংপুরের খামার মোড় থেকে শিক্ষার্থীরা বিশাল মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের ১নং ফটকের সামনে আসেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এতে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ প্রায় ২০০ রাউন্ড গুলি ও রাবার বুলেট ছোড়ে। এ সময় পুলিশের গুলিতে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ নিহত হন।

        নিহত আবু সাইদ রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুরের বাসিন্দা মকবুল হোসেনের ছেলে। তিনি কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          ঢাবির হলে মেধার ভিত্তিতে সিট দেওয়ার সিদ্ধান্ত সিন্ডিকেটে

          নিজস্ব প্রতিবেদক
          ১৭ জুলাই, ২০২৪ ১৪:৪৪
          নিজস্ব প্রতিবেদক
          ঢাবির হলে মেধার ভিত্তিতে সিট দেওয়ার সিদ্ধান্ত সিন্ডিকেটে

          সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার পর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।

          আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিন্ডিকেটের সভায় শিক্ষার্থীদের আজ সন্ধ্যা ৬টার মধ্যে হল ছাড়তে বলা হয়েছে।

          তবে বিশ্ববিদ্যালয় খোলার পর মেধার ভিত্তিতে হলগুলোতে সিট বন্টনের সিদ্ধান্ত নেওয়া দেওয়া হয়েছে।

          বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচাল মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বুধবার এসব তথ্য জানানো হয়েছে।

          আজ বুধবার সকাল ১০ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় অনির্দিষ্টকালের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

          সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হয়েছে, এরপর যেদিন হল খোলা হবে সেদিন মেধার ভিত্তিতে সিট বরাদ্দ করে শিক্ষার্থীদের হলে উঠানো হবে। বহিরাগত কাউকে ক্যাম্পাসে প্রবেশ ও অবস্থান না করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

          বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) প্রফেসর ড. সীতেশ চন্দ্র বাছারও বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

          গত কয়েকদিন ধরেই ঢাকাসহ সারা দেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলছে। সোমবার সংঘর্ষ হলেও প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে সর্বশেষ মঙ্গলবার শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষে সারা দেশে ছয়জন নিহত হয়েছেন।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত