The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫

একসঙ্গে মা-মেয়ের এইচএসসি পাস

এইচএসসি ও সমমানের পরীক্ষায় এ বছর খাগড়াছড়ির পানছড়ি থেকে একসঙ্গে পাশ করে আলোড়ন সৃষ্টি করলেন মা ও মেয়ে। মা রাবিয়া আক্তার উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে জিপিএ-৩.৮৯ পেয়েছেন। তাঁর মেয়ে ইসরাত জাহান খাগড়াছড়ি সরকারি কলেজ থেকে মানবিক বিভাগে জিপিএ-৪.০০ পেয়ে পাস করেছেন। মা-মেয়ের একসাথে এইচএসসি পাশের খবরে খুশির জোয়ার বইছে ওই এলাকায়।

রাবিয়া আক্তার পানছড়ির ইসলামপুর এলাকার মো. ইকবাল হোসেনের স্ত্রী। তিনি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পাড়াকেন্দ্রে শিক্ষকতার পাশাপাশি টিউশনি করেন। রাবিয়া বলেনে, ইচ্ছে ছিল এইচএসসি পাশ করার। পাশ করেছি। খুবই ভালো লাগছে। যত দূর সম্ভব পড়াশোনা চালিয়ে যাওয়ার ইচ্ছা পোষণ করেন তিনি।

মেয়ে ইসরাত জাহান বলেন, আমি মায়ের পড়ার আগ্রহ থেকে অনুপ্রাণিত হই। আমরা একসঙ্গে পাশ করেছি। সবাই একসঙ্গে স্নাতকে ভর্তি হতে বলছেন।

মো. ইকবাল হোসেন বলেন, স্ত্রী ও কন্যা একসঙ্গে পাশ করেছেন। এটা আমার জন্য গর্বের। তারা যাতে উচ্চ শিক্ষা নিতে পারে সে পদক্ষেপ গ্রহণ করব।

আরো পড়ুন: কব্জিবিহীন হাতে লিখে জান্নাতুল পেল জিপিএ-৫!

You might also like
Leave A Reply

Your email address will not be published.