The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ১১ই অক্টোবর, ২০২৪

উবারে মূল্যবান জিনিসপত্র ভুলে রেখে যাওয়ার শীর্ষে আছে ঢাকা

২০১০ সালে বাংলাদেশে যাত্রা শুরু করে উবার। বাংলাদেশে এই অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত ১৫০০ কোটিরও বেশি সংখ্যক রাইড সম্পন্ন হয়েছে।

প্রতি বছরের মতো এবারও রাইডশেয়ারিং অ্যাপ উবার লস্ট অ্যান্ড ফাউন্ড ইনডেক্সের সপ্তম সংস্করণ প্রকাশ করেছে আজ বুধবার। যেখানে গেল বছর বাংলাদেশের উবার ব্যবহারকারীরা কোন জিনিসগুলো উবারে সবচেয়ে বেশি ফেলে রেখে গেছেন এবং দিনের কোন সময়ে, সপ্তাহের কোন দিনে ও বছরের কোন সময়ে হারানো জিনিস রিপোর্ট করেছেন এমন তথ্য প্রকাশ করা হয়েছে।

রিপোর্টে দেখা গেছে, বেশিরভাগ মোবাইল ফোন ও ক্যামেরা ফেলে রেখে আসার ঘটনাটি ঘটেছে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে। যাত্রীদের ভুলে যাওয়া জিনিসের তালিকায় প্রথম দু’টি স্থানে ছিল ফোন এবং ব্যাগ। তালিকায় এর পরেই ছিল ওয়ালেট, হেডফোন ও কাগজপত্র।

উবারের বাংলাদেশ ও পূর্ব ভারত প্রধান আরমানুর রহমান বলেন, চলার পথে গাড়িতে কিছু হারিয়ে ফেলার দুঃখজনক অনুভূতির সাথে আমরা সবাই পরিচিত। প্রত্যেক যাত্রীর ব্যক্তিগত জিনিসপত্রের গুরুত্ব আমরা বুঝি। তাই তাদের একটি সুন্দর অভিজ্ঞতা প্রদানে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। হারানো জিনিস খুঁজে পেতে উবারের কিছু ইন-অ্যাপ অপশন আছে।

তিনি আরো বলেন, গাড়ি থেকে নামার আগে সব জিনিসপত্র সাথে নিয়ে নামতে ভুলবেন না। যদি ভুল করে কিছু ফেলেও যান, জানবেন যে আপনাকে সাহায্য করতে আমরা সবসময় প্রস্তুত।

You might also like
Leave A Reply

Your email address will not be published.