The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪

৩ কোটি টাকার র‌্যাফল ড্র জিতলেন দুবাইপ্রবাসী এক বাংলাদেশি

সংযুক্ত আরব আমিরাতের দুবাইপ্রবাসী এক বাংলাদেশি মাহজুজের ব্যাফল ড্রর ১০ লাখ দিরহাম পুরস্কার জিতেছেন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ২ কোটি ৮৬ লাখ টাকা।

প্রতি সপ্তাহে মাহজুজের র‌্যাফল ড্র হয়ে থাকে। এ র‌্যাফল ড্রতে প্রতিনিয়তই যুক্ত হচ্ছে নতুন নতুন পুরস্কার। সবশেষ গত শনিবার ১২১তম র‌্যাফল ড্র করেছে মাহজুজ।

নিয়ম অনুযায়ী, প্রতি সপ্তাহে নিশ্চিতভাবে একজন ব্যক্তি মিলিয়নিয়ার (১০ লাখ দিরহাম বিজয়ী) হন। সে পুরস্কারই জিতেছেন বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ। তাঁর র‌্যাফল আইডি নম্বর ৩২২৮৪৪৫৬। তিনি তৃতীয় ব্যক্তি হিসেবে মাহজুজের ১০ লাখ দিরহাম পুরস্কার জিতে নিয়েছেন।

সবশেষ ড্রতে ১ হাজার ৬৩ বিজয়ী পুরস্কারের অর্থ বাবদ সর্বমোট পেয়েছেন ১৪ লাখ ৬৩ হাজার দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ৪ কোটি ১৯ লাখ টাকা)।

প্রতি সপ্তাহের শনিবার রাত ৯টায় মাহজুজ র‌্যাফল ড্র হয়ে থাকে। ৩৫ দিরহাম (১ হাজার টাকা) দিয়ে মাহজুজের এক বোতল পানি কিনে সাপ্তাহিক এ র‌্যাফল ড্রতে অংশ নেওয়া যায়। এ ড্রতে একজন বিজয়ী নিশ্চিতভাবে ১০ লাখ দিরহাম পেয়ে থাকেন আর শীর্ষ পুরস্কারের মূল্য ২০ লাখ দিরহাম।

এ সপ্তাহে নতুন শীর্ষ পুরস্কার দুই কোটি দিরহামের কোনো দাবিদার পাওয়া যায়নি। দ্বিতীয় পুরস্কারের জন্য যে পাঁচটি নম্বর (২, ৪, ২১, ২৪, ৩৫) দেওয়া হয়েছিল, তার সঙ্গে মিল পেয়েছেন ১০ জন অংশগ্রহণকারী। পুরস্কার বাবদ পাওয়া দুই লাখ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ৫৭ লাখ ২৯ হাজার টাকা) তাঁরা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেবেন।

 

You might also like
Leave A Reply

Your email address will not be published.

  1. প্রচ্ছদ
  2. রাজনীতি
  3. ৩ কোটি টাকার র‌্যাফল ড্র জিতলেন দুবাইপ্রবাসী এক বাংলাদেশি

৩ কোটি টাকার র‌্যাফল ড্র জিতলেন দুবাইপ্রবাসী এক বাংলাদেশি

সংযুক্ত আরব আমিরাতের দুবাইপ্রবাসী এক বাংলাদেশি মাহজুজের ব্যাফল ড্রর ১০ লাখ দিরহাম পুরস্কার জিতেছেন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ২ কোটি ৮৬ লাখ টাকা।

প্রতি সপ্তাহে মাহজুজের র‌্যাফল ড্র হয়ে থাকে। এ র‌্যাফল ড্রতে প্রতিনিয়তই যুক্ত হচ্ছে নতুন নতুন পুরস্কার। সবশেষ গত শনিবার ১২১তম র‌্যাফল ড্র করেছে মাহজুজ।

নিয়ম অনুযায়ী, প্রতি সপ্তাহে নিশ্চিতভাবে একজন ব্যক্তি মিলিয়নিয়ার (১০ লাখ দিরহাম বিজয়ী) হন। সে পুরস্কারই জিতেছেন বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ। তাঁর র‌্যাফল আইডি নম্বর ৩২২৮৪৪৫৬। তিনি তৃতীয় ব্যক্তি হিসেবে মাহজুজের ১০ লাখ দিরহাম পুরস্কার জিতে নিয়েছেন।

সবশেষ ড্রতে ১ হাজার ৬৩ বিজয়ী পুরস্কারের অর্থ বাবদ সর্বমোট পেয়েছেন ১৪ লাখ ৬৩ হাজার দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ৪ কোটি ১৯ লাখ টাকা)।

প্রতি সপ্তাহের শনিবার রাত ৯টায় মাহজুজ র‌্যাফল ড্র হয়ে থাকে। ৩৫ দিরহাম (১ হাজার টাকা) দিয়ে মাহজুজের এক বোতল পানি কিনে সাপ্তাহিক এ র‌্যাফল ড্রতে অংশ নেওয়া যায়। এ ড্রতে একজন বিজয়ী নিশ্চিতভাবে ১০ লাখ দিরহাম পেয়ে থাকেন আর শীর্ষ পুরস্কারের মূল্য ২০ লাখ দিরহাম।

এ সপ্তাহে নতুন শীর্ষ পুরস্কার দুই কোটি দিরহামের কোনো দাবিদার পাওয়া যায়নি। দ্বিতীয় পুরস্কারের জন্য যে পাঁচটি নম্বর (২, ৪, ২১, ২৪, ৩৫) দেওয়া হয়েছিল, তার সঙ্গে মিল পেয়েছেন ১০ জন অংশগ্রহণকারী। পুরস্কার বাবদ পাওয়া দুই লাখ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ৫৭ লাখ ২৯ হাজার টাকা) তাঁরা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেবেন।

 

পাঠকের পছন্দ

মন্তব্য করুন