The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩

ইবির শেখ হাসিনা হলের প্রভোস্টকে প্রত্যাহার

মোস্তাক মোর্শেদ, ইবিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামসুল আলমকে প্রত্যাহার করা হয়েছে। হাইকোর্টের নির্দেশনার পরই তাকে তার দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হয়। এসময় হলটির সিনিয়র আবাসিক শিক্ষক অধ্যাপক ড. আহসানুল হককে সাময়িকভাবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আমরা হাইকোর্ট থেকে বার্তা পাওয়া মাত্রই ওই হলের প্রভোস্টকে প্রত্যাহার করেছি এবং হলের সিনিয়র হাউজ টিউটরকে সাময়িকভাবে হল চালানোর জন্য বলা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ.এম.আলী হাসান বলেন, ইতিমধ্যে হাইকোর্টের নির্দেশনা ও দেশরত্ন শেখ হাসিনা হলের প্রভোস্টকে তার দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। তার স্থলে ড. আহসানুল হককে ভারপ্রাপ্ত দায়িত্ব প্রদান করা হয়েছে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.

  1. প্রচ্ছদ
  2. ক্যাম্পাস
  3. ইবির শেখ হাসিনা হলের প্রভোস্টকে প্রত্যাহার

ইবির শেখ হাসিনা হলের প্রভোস্টকে প্রত্যাহার

মোস্তাক মোর্শেদ, ইবিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামসুল আলমকে প্রত্যাহার করা হয়েছে। হাইকোর্টের নির্দেশনার পরই তাকে তার দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হয়। এসময় হলটির সিনিয়র আবাসিক শিক্ষক অধ্যাপক ড. আহসানুল হককে সাময়িকভাবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আমরা হাইকোর্ট থেকে বার্তা পাওয়া মাত্রই ওই হলের প্রভোস্টকে প্রত্যাহার করেছি এবং হলের সিনিয়র হাউজ টিউটরকে সাময়িকভাবে হল চালানোর জন্য বলা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ.এম.আলী হাসান বলেন, ইতিমধ্যে হাইকোর্টের নির্দেশনা ও দেশরত্ন শেখ হাসিনা হলের প্রভোস্টকে তার দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। তার স্থলে ড. আহসানুল হককে ভারপ্রাপ্ত দায়িত্ব প্রদান করা হয়েছে।

পাঠকের পছন্দ

মন্তব্য করুন