The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪

জাবি ছাত্রলীগ কর্তৃক ঈদ সামগ্রী বিতরণ

জাবি প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অসহায় ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে শাখা ছাত্রলীগ।

শুক্রবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৩ টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রাঙ্গনে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান লিটনের নেতৃত্বে সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এসময় প্রায় অর্ধশতাধিক অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এর আগে বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলে শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেলের নেতৃত্বে অসহায় ও দুস্থ মানুষদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশেপাশের ৩০ টি অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। এবারের ঈদটা যাতে এই অসহায় মানুষেরা তাদের পরিবার পরিজন নিয়ে আনন্দ উচ্ছ্বাসে কাটাতে পারে সেজন্য তাদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছি। সুন্দর পরিবেশে তারা ঈদ উদযাপন করতে পারবে।

এ প্রসঙ্গে জাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন বলেন, সমাজের ধনী গরীব উঁচু নিচু তথা সকল শ্রেণীপেশার মানুষ যেনো ঈদের আনন্দ উপভোগ করতে পারে সেদিকে সমাজের সামর্থ্যবানদের খেয়াল রাখতে হবে। আমি মনে করি পবিত্র রমজান ও ঈদুল ফিতরের প্রকৃত শিক্ষা এটাই। তাই গতবারের ন্যায় এবারও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা করেছি।

উল্লেখ্য, ২০২২ সালের ৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ২ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি। কমিটিতে আকতারুজ্জামান সোহেলকে সভাপতি ও মো. হাবিবুর রহমান লিটনকে সাধারণ সম্পাদক মনোনিত করা হয়।

You might also like
Leave A Reply

Your email address will not be published.

  1. প্রচ্ছদ
  2. ক্যাম্পাস
  3. জাবি ছাত্রলীগ কর্তৃক ঈদ সামগ্রী বিতরণ

জাবি ছাত্রলীগ কর্তৃক ঈদ সামগ্রী বিতরণ

জাবি প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অসহায় ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে শাখা ছাত্রলীগ।

শুক্রবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৩ টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রাঙ্গনে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান লিটনের নেতৃত্বে সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এসময় প্রায় অর্ধশতাধিক অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এর আগে বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলে শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেলের নেতৃত্বে অসহায় ও দুস্থ মানুষদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশেপাশের ৩০ টি অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। এবারের ঈদটা যাতে এই অসহায় মানুষেরা তাদের পরিবার পরিজন নিয়ে আনন্দ উচ্ছ্বাসে কাটাতে পারে সেজন্য তাদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছি। সুন্দর পরিবেশে তারা ঈদ উদযাপন করতে পারবে।

এ প্রসঙ্গে জাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন বলেন, সমাজের ধনী গরীব উঁচু নিচু তথা সকল শ্রেণীপেশার মানুষ যেনো ঈদের আনন্দ উপভোগ করতে পারে সেদিকে সমাজের সামর্থ্যবানদের খেয়াল রাখতে হবে। আমি মনে করি পবিত্র রমজান ও ঈদুল ফিতরের প্রকৃত শিক্ষা এটাই। তাই গতবারের ন্যায় এবারও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা করেছি।

উল্লেখ্য, ২০২২ সালের ৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ২ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি। কমিটিতে আকতারুজ্জামান সোহেলকে সভাপতি ও মো. হাবিবুর রহমান লিটনকে সাধারণ সম্পাদক মনোনিত করা হয়।

পাঠকের পছন্দ

মন্তব্য করুন