The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪

আসছে মাইক্রোসটের নতুন চমক, পিসির কার্যক্ষমতা বাড়বে বহুগুণ

মাইক্রোসফট সম্পূরর্ন নতুন একটি অ্যাপ ডেভেলপমেন্টের কাজ করছে। অ্যাপটি ব্যবহারে বাড়বে পিসির কার্যক্ষমতা। এটি ব্যবহার করে পিসির সিস্টেম বুস্ট করা যাবে। ফলশ্রুতিতে দ্রুত সময়ে কম্পিউটারের কার্যক্ষমতা আগের চেয়ে বাড়বে।

বর্তমানে অবস্থায় এই ক্লিনআপ অ্যাপটি বেটা ভার্সনে রয়েছে। এই ক্লিনআপ অ্যাপ ছাড়াও মাইক্রোসফট বর্তমানে কয়েকটি অ্যাপ নিয়ে কাজ করছে বলে জানা গেছে।

বিজ্ঞান বিষয়ক গণমাধ্যম দি ভার্জ তাদের প্রতিবেদনে বলছে, মাইক্রোসফটের ওয়েবসাইটে নতুন অ্যাপটির বিষয়ে চীনা ভাষায় বর্ণনা করা হয়েছে। সেখানে অ্যাপটির নাম দেখানো হয়েছে পিসি ম্যানেজার হিসাবে। যা খুব তাড়াতড়ি উইন্ডোজ ১০ বা এর ওপরের ভার্সনের জন্য উন্মুক্ত করা হবে।

এতে আরও উল্লেখ করা হয়েছে, এই ক্লিনআপ অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারী উইন্ডোজকে পূর্বের তুলনায় আরও স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবেন। এছাড়াও এটির মাধ্যমে সিস্টেম স্টোরেজ স্পেস, লার্জ ফাইল ম্যানেজ এমনকি কম্পিউটারের স্টোরেজ স্পেস ‌‌‘ফ্রি আপ’ করা সম্ভব হবে। ব্যবহারকারীরা যেকোনো অ্যান্ড্রয়েড ডিভাইসের মতোই পিসির পারফরমেন্সও বুস্ট করতে পারবেন খুব সহজেই।

You might also like
Leave A Reply

Your email address will not be published.

  1. প্রচ্ছদ
  2. কারিগরি
  3. আসছে মাইক্রোসটের নতুন চমক, পিসির কার্যক্ষমতা বাড়বে বহুগুণ

আসছে মাইক্রোসটের নতুন চমক, পিসির কার্যক্ষমতা বাড়বে বহুগুণ

মাইক্রোসফট সম্পূরর্ন নতুন একটি অ্যাপ ডেভেলপমেন্টের কাজ করছে। অ্যাপটি ব্যবহারে বাড়বে পিসির কার্যক্ষমতা। এটি ব্যবহার করে পিসির সিস্টেম বুস্ট করা যাবে। ফলশ্রুতিতে দ্রুত সময়ে কম্পিউটারের কার্যক্ষমতা আগের চেয়ে বাড়বে।

বর্তমানে অবস্থায় এই ক্লিনআপ অ্যাপটি বেটা ভার্সনে রয়েছে। এই ক্লিনআপ অ্যাপ ছাড়াও মাইক্রোসফট বর্তমানে কয়েকটি অ্যাপ নিয়ে কাজ করছে বলে জানা গেছে।

বিজ্ঞান বিষয়ক গণমাধ্যম দি ভার্জ তাদের প্রতিবেদনে বলছে, মাইক্রোসফটের ওয়েবসাইটে নতুন অ্যাপটির বিষয়ে চীনা ভাষায় বর্ণনা করা হয়েছে। সেখানে অ্যাপটির নাম দেখানো হয়েছে পিসি ম্যানেজার হিসাবে। যা খুব তাড়াতড়ি উইন্ডোজ ১০ বা এর ওপরের ভার্সনের জন্য উন্মুক্ত করা হবে।

এতে আরও উল্লেখ করা হয়েছে, এই ক্লিনআপ অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারী উইন্ডোজকে পূর্বের তুলনায় আরও স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবেন। এছাড়াও এটির মাধ্যমে সিস্টেম স্টোরেজ স্পেস, লার্জ ফাইল ম্যানেজ এমনকি কম্পিউটারের স্টোরেজ স্পেস ‌‌‘ফ্রি আপ’ করা সম্ভব হবে। ব্যবহারকারীরা যেকোনো অ্যান্ড্রয়েড ডিভাইসের মতোই পিসির পারফরমেন্সও বুস্ট করতে পারবেন খুব সহজেই।

পাঠকের পছন্দ

মন্তব্য করুন