সরকারি তিতুমীর কলেজে পালিত হলো সনাতন ধর্মাবলম্বীদের প্রদীপ জ্বালানোর উৎসব
“হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম হরে হরে ” এই মহা মূল মন্ত্রে মধ্য দিয়ে গত ( ৩ নভেম্বর ) পালিত হলো সরকারি তিতুমীর কলেজের মন্দিরে সনাতন ধর্মের এক দীপদান অনুষ্ঠান, যাকে প্রদীপ জ্বালানোর উৎসব বলা হয়।
গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় এই কার্তিক মাসকে দামোদর মাস বলতেন। শাস্ত্রীয় মতে এই মাসে ঋতুর সমাগম দেবি বসুন্ধরা তার স্বাভাবিক কমনীয় শান্ত মূর্তি ধারন করেন।
প্রদীপ জ্বালানোর মধ্য দিয়ে সকল অশুভ পাপ বিনষ্ট হয়ে যায় এবং শুভ শক্তির প্রভাব ঘটে বলে বিশ্বাস করা হয়। আনন্দের সাথে সেই দীপদান উৎসব পালিত হয় সরকারি তিতুমীর কলেজে মন্দিরে।
“সনাতন সোসাইটি কালচার অফ এডুকেশন স্টাডিজ ” পরিবারের পক্ষ থেকে আয়োজন করা হয় দীপদান অনুষ্ঠানের। বিকাল ৫ টা থেকে শুরু হয় দীপদান অনুষ্ঠান সাবার হাতে একটা করে প্রদীপ নিয়ে ঈশ্বরে নানা রকম সংগীত এবং বাদ্যযন্ত্রের তালে তালে জ্বালানো হয় প্রদীপ এবং নিবেদন করা হয় ঈশ্বরের কাছে।
পরিশেষে ঈশ্বরের কাছে ক্ষমা প্রর্থনা করে ঈশ্বরের পূজা আর্চনা করে সকলের মাথে বিতরণ করা হয় প্রসাদ। এই ভাবেই পালিত হয়েছে সরকারি তিতুমীর কলেজের এবারের দীপদান অনুষ্ঠান।