The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস পালিত

সাব্বির হোসেন, পবিপ্রবিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন অনুষদের উদ্যোগে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস পালিত হয়েছে।

১০ নভেম্বর ( বৃহস্পতিবার) আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস । দিবসটি পালনের জন্য বিশ্ববিদ্যালয় বর্ণাঢ্য আনন্দ র‌্যালী আয়োজন করে । এ আনন্দ র‌্যালীতে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর আবুল বাসার খান, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ ও বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থিরা অংশগ্রগন করেন। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাড়াও বাংলাদেশ একাউন্টিং এসোসিয়েশনের উদ্যোগে দেশের ৮টি বিভাগের ৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে পালিত হয়েছে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস।

একইদিনে অনলাইনে একটি আলোচনা সভা হয় , যেখানে জাপান, আস্ট্রেলিয়া এবং ভারতের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকসহ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপকবৃন্দ অংশগ্রহণ করেন। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হিসাববিজ্ঞান দিবস উদযাপনের সার্বিক দায়িত্বে ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের সহযোগী অধ্যাপক ড. কুমার দেবাশীষ দত্ত।

You might also like
Leave A Reply

Your email address will not be published.