The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪

ইবির শূন্য ৯ আসনে ডাক পেয়েছেন ৩২১ জন

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) গুচ্ছ বহির্ভূত ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদভূক্ত ‘ডি’ ইউনিটে ভর্তি শেষে আরবি ভাষা ও সাহিত্য বিভাগে ৯ টি আসন ফাকা থাকা সাপেক্ষে ২য় মেধাতালিকা প্রকাশ করা হয়। আসন খালি সাপেক্ষে দ্বিতীয় মেধাতালিকায় স্থানপ্রাপ্তদের আগামী ২০ নভেম্বর সকাল সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইউনিট সমন্বয়কারীর কার্যালয়ে সাক্ষাৎকার নেওয়া হবে।

এই তালিকায় স্থান পেয়েছেন মেধাক্রম ৩২১ থেকে ৬৪০ পর্যন্ত মোট ৩২১ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) ‘ডি’ ইউনিট সমন্বয়কারী প্রফসর ড. এরশাউল্লাহ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দ্বিতীয় মেধা তালিকা থেকে ভর্তির জন্য অনুমতি প্রাপ্তদের ২৩ নভেম্বরের মধ্যে ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে।

এর আগে, গত ১৭ অক্টোবর থেকে ১৯ অক্টোবর প্রথম মেধাতালিকায় স্থানপ্রাপ্তদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। এতে চারটি বিভাগে মোট ৩২০টি আসনের বিপরীতে ৩১১ জন ভর্তি হন।

৫০ হাজারের বেশি শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে এনটিআরসিএ

You might also like
Leave A Reply

Your email address will not be published.

  1. প্রচ্ছদ
  2. ক্যাম্পাস
  3. ইবির শূন্য ৯ আসনে ডাক পেয়েছেন ৩২১ জন

ইবির শূন্য ৯ আসনে ডাক পেয়েছেন ৩২১ জন

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) গুচ্ছ বহির্ভূত ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদভূক্ত ‘ডি’ ইউনিটে ভর্তি শেষে আরবি ভাষা ও সাহিত্য বিভাগে ৯ টি আসন ফাকা থাকা সাপেক্ষে ২য় মেধাতালিকা প্রকাশ করা হয়। আসন খালি সাপেক্ষে দ্বিতীয় মেধাতালিকায় স্থানপ্রাপ্তদের আগামী ২০ নভেম্বর সকাল সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইউনিট সমন্বয়কারীর কার্যালয়ে সাক্ষাৎকার নেওয়া হবে।

এই তালিকায় স্থান পেয়েছেন মেধাক্রম ৩২১ থেকে ৬৪০ পর্যন্ত মোট ৩২১ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) 'ডি' ইউনিট সমন্বয়কারী প্রফসর ড. এরশাউল্লাহ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দ্বিতীয় মেধা তালিকা থেকে ভর্তির জন্য অনুমতি প্রাপ্তদের ২৩ নভেম্বরের মধ্যে ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে।

এর আগে, গত ১৭ অক্টোবর থেকে ১৯ অক্টোবর প্রথম মেধাতালিকায় স্থানপ্রাপ্তদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। এতে চারটি বিভাগে মোট ৩২০টি আসনের বিপরীতে ৩১১ জন ভর্তি হন।

৫০ হাজারের বেশি শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে এনটিআরসিএ

পাঠকের পছন্দ

মন্তব্য করুন