ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রভোস্ট কাউন্সিলের উদ্যোগে ও ইবি ডিবেটিং সোসাইরির সহযোগিতায় আয়োজিত আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় বাংলা বিভাগের বিতর্কে চ্যাম্পিয়ন হয় শেখ রাসেল হল এবং ইংরেজি বিভাগের চ্যাম্পিয়ন হয় শেখ ফজিলাতুন্নেছা হল। এসময় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
শনিবার (১৯ নভেম্বর) বিকেল ৫ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে প্রতিযোগিতাটি শুরু হয়।
প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া এবং বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক ড.মামুনুর রহমান প্রমূখ। এছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণ করা পাঁচটি হলের প্রভোস্টবৃন্দ সহ প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এসময় প্রতিযোগিতায় বাংলা মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের মুখোমুখিতে জয়ী হয় শেখ রাসেল হল। বিতর্কের বিষয় ছিলো ‘আসন্ন অর্থনৈতিক মন্দা মোকাবেলায় সরকার যথাযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে’।
এবং প্রতিযোগিতার ইংরেজি মাধ্যমে শহীদ জিয়াউর রহমান হলকে হারিয়ে বিজয়ী হয় শেখ ফজিলাতুন্নেছা হল। ফলাফল ঘোষণার পর বিজয়ী ও রানার্স আপ দলকে পুরস্কৃত করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, আলোকিত মানুষ তৈরি করার একটি ভালো সুযোগ এই তর্ক-বিতর্ক। বিতর্কের মাধ্যমেই আমরা যুক্তিবাদী হতে শিখি। এইজন্য বিতর্কের চাষ হওয়া উচিত আর জোরের বিনাশ হওয়া। এই চাষ-বিনাশের সমন্বয়ে যে সোসাইটি গড়ে উঠবে সেটি হবে আইডিয়াল বা আদর্শ সোসাইটি। আর এই আইডিয়াল সোসাইটি গড়ে তোলার কারিগররা হচ্ছে আজকের এই বিতর্কিকরা।
প্রসঙ্গত, গত ১৩ নভেম্বর থেকে শুরু হওয়া বিশ্ববিদ্যালয়ের ৮ টি আবাসিক হলের শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতার সেমিফাইনাল পর্বে বাংলা মাধ্যমে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলকে হারিয়ে শেখ রাসেল হল ও সাদ্দাম হোসেন হলকে হারিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ফাইনাল পর্বের জন্য নির্বাচিত হন। এদিকে ইংরেজি মাধ্যমে সাদ্দাম হোসেন হলকে হারিয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ও দেশরত্ন শেখ হাসিনা হলকে হারিয়ে শহীদ জিয়াউর রহমান হল ফাইনাল পর্ব নিশ্চিত করেন।