The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
সোমবার, ৪ঠা নভেম্বর, ২০২৪

জাবি শিক্ষক সমিতির নেতৃত্বে অধ্যাপক ফরিদ ও শামীম

জাবি প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতি নির্বাহী পরিষদ নির্বাচন-২০২৩ এ সভাপতি পদে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ প্যানেলের প্রার্থী ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফরিদ আহমদ ২৮৩ ভোট ও সম্পাদক পদে একই প্যানেল থেকে আইআইটি বিভাগের অধ্যাপক এম শামীম কায়সার ৩৩০ ভোট পেয়ে জয় লাভ করেছেন।

বুধবার (২৫ জানুয়ারি) জাবি শিক্ষক ক্লাবে সকাল ৯.০০ টা থেকে ১.৩০ পর্যন্ত চলে এ ভোট গ্রহণ প্রক্রিয়া। নির্বাচনে মোট ৬০২ জন ভোটারের মাঝে ভোটাধিকার প্রয়োগ করেন ৫৭৪ জন ভোটার।সন্ধ্যা সাড়ে ৬ টায় শিক্ষক সমিতির নির্বাচনের ফলাফল ঘোষণা করে বিষয়টি নিশ্চিত করেন প্রধান নির্বাচন কমিশনার ও বাংলা বিভাগের অধ্যাপক ড. অনিরুদ্ধ কাহালি।

নির্বাচনে ‘জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম’ প্যানেল থেকে সহ-সভাপতি পদে প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মোঃ মনোয়ার হোসেন ৩৩৪ ভোট,কোষাধ্যক্ষ এবং যুগ্ন সম্পাদক পদে একই প্যানেল থেকে অর্থনীতি বিভাগের অধ্যাপক মুহাম্মদ শফিকুল ইসলাম ৩০৬ ভোট ও প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক বোরহান উদ্দিন ৩৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এছাড়াও নিবার্হী সদস্য পদে ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’ প্যানেল থেকে গণিত বিভাগের অধ্যাপক সাব্বির আলম ৩৫১ ভোট, ইংরেজি বিভাগের অধ্যাপক আহমেদ রেজা ৩৩০ ভোট,বাংলা বিভাগের অধ্যাপক নাজমুল হাসান তালুকদার ৩২৩ ভোট,সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ তারিকুল ইসলাম ৩১৮ ভোট, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক মাহফুজা খাতুন ৩০৯ ভোট,ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক মো: মিজানুর রহমান ৩০৬ ভোট, রসায়ন বিভাগের অধ্যাপক সুবর্ণ কর্মকার ৩০০ ভোট, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক মোহাম্মদ শফিক উর রহমান ২৮৭ ভোট ও প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ফারহা মতিন জুলিয়ানা ২৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে ‘জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম’ প্যানেল থেকে নির্বাহী সদস্য পদে ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারি অধ্যাপক মোহাম্মদ রেজাউল রকিব ২৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য,এর আগে গত ৪ জানুয়ারি নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অধ্যাপক ড. অনিরুদ্ধ কাহালি। এ বছর শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের সভাপতি, সহ-সভাপতি, কোষাধ্যক্ষ, সম্পাদক ও যুগ্ম সম্পাদক পদে একজন করে এবং নির্বাহী পরিষদের সদস্য পদে ১০ জনসহ মোট ১৫টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

You might also like
Leave A Reply

Your email address will not be published.