আর অল্প কিছুক্ষণের মধ্যেই কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়াম বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ফ্রান্স। এ উপলক্ষে খেলা শুরুর আগেই উৎসবের আমেজ শুরু হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে।
খেলা শুরুর এক ঘণ্টা আগেই কানায় কানায় পূর্ণ হাজী মোহাম্মদ মুহসিন হলের মাঠ এবং টিএসসি প্রাঙ্গণ। এর আগে বিকেল থেকেই জড়ো হতে থাকে আর্জেন্টিনা সমর্থকরা। দলবেঁধে জার্সি পরে সমর্থকদের ফটোসেশন আর আড্ডা দিতে দেখা যায়।
টিএসসি ও মুহসিন হলের মাঠ ছাড়াও অন্যান্য হলে এবং ডাস চত্বরে বড় পর্দার সামনে এক ঘণ্টা আগে থেকেই সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। পাশাপাশি ফ্রান্সের সমর্থনে ব্রাজিল সমর্থকদেরও উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে তাদের কেউ কেউ আর্জেন্টিনাকেও সমর্থন দেবে বলে জানিয়েছেন।
আর্জেন্টিনা সমর্থকরা বলছেন, ফ্রান্সকে রুখে দেওয়ার মতো সব সামর্থ্যই আছে আর্জেন্টিনার। টানা জয়ের ধারাবাহিকতা ধরে রেখে ফাইনালেও শেষ হাসি হাসবেন মেসি ও আর্জেন্টিনা। সব আক্ষেপ পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয়েই ঘরে ফিরবে মেসিরা।