The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে ইবি কর্তৃপক্ষের কর্মসূচি ঘোষণা

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

শহিদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে পবিত্র কুরআনখানি ও দোয়া মাহফিল, মোমবাতি প্রজ্বলন, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, শোকর‌্যালি ও শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন।

এছাড়া মহান বিজয় দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন, আনন্দ শোভাযাত্রা, মুক্তবাংলায় শ্রদ্ধাঞ্জলি নিবেদন, প্রীতি ক্রীড়া প্রতিযোগিতা এবং বিশেষ দোয়া ও মোনাজাত।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচি উদ্বোধন করবেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া। অতিথি হিসাবে থাকবেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান।

You might also like
Leave A Reply

Your email address will not be published.