The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪

ঢাবি’র শতবর্ষ বৃত্তি পেলেন কলা অনুষদের ১৫২ শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের ১৫২ জন মেধাবী শিক্ষার্থী পেয়েছেন শতবর্ষ বৃত্তি। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকালে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে তাদের হাতে বৃত্তির চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘ঢাবি ক্যাম্পাস দূষণমুক্ত ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে মেধাবী শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। টেকসই উন্নয়ন অর্জনে অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন করা প্রয়োজন।’

আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে ঢাবি’র অসচ্ছল শিক্ষার্থীদের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা বলয়ের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন উপাচার্য। এজন্য শিক্ষক ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাবি কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, অধ্যাপক ড. রেজওয়ানা চৌধুরী, অধ্যাপক ড. আশা ইসলাম নাঈমসহ অনেকে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.

  1. প্রচ্ছদ
  2. ক্যাম্পাস
  3. ঢাবি’র শতবর্ষ বৃত্তি পেলেন কলা অনুষদের ১৫২ শিক্ষার্থী

ঢাবি’র শতবর্ষ বৃত্তি পেলেন কলা অনুষদের ১৫২ শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের ১৫২ জন মেধাবী শিক্ষার্থী পেয়েছেন শতবর্ষ বৃত্তি। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকালে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে তাদের হাতে বৃত্তির চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘ঢাবি ক্যাম্পাস দূষণমুক্ত ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে মেধাবী শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। টেকসই উন্নয়ন অর্জনে অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন করা প্রয়োজন।’

আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে ঢাবি’র অসচ্ছল শিক্ষার্থীদের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা বলয়ের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন উপাচার্য। এজন্য শিক্ষক ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাবি কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, অধ্যাপক ড. রেজওয়ানা চৌধুরী, অধ্যাপক ড. আশা ইসলাম নাঈমসহ অনেকে।

পাঠকের পছন্দ

মন্তব্য করুন