The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

পবিপ্রবির মাইক্রোবায়োলজি এন্ড পাবলিক হেল্থ বিভাগের সাথে গ্রামীণ জন উনয়ন সংস্থার সমঝোতা চুক্তি

পবিপ্রবি প্রতিনিধিঃ ৫ ডিসম্বর (সামবার) সকাল ১০.৩০ মিনিটে এ ভাইস-চ্যান্সল এর কনফারেন্স কক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়।এসময় প্রধান অতিথি উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চদ্র সামন্ত।

বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মাহাম্মদ কামরুল ইসলাম, এবং গ্রামীণ জন উনয়ন সংস্থার পক্ষে উপপরিচালক ডাঃ মোঃ খলিলুর রহমান চুক্তিত স্বাক্ষর করন।

গ্রামীণ জন উনয়ন সংস্থার পক্ষে উপপরিচালক ডাঃ মোঃ খলিলুর রহমান বলেন, ” ইফাদ ও পিকএসএফ এর অর্থায়নে পরিচালিত আরএমটিপি প্রকল্পের মূল লক্ষ্য প্রানী হতে নিরাপদ খাদ্য (দুধ, ডিম ও মাংস) উৎপাদন ও সঠিক মান নিশ্চতকরণ এবং গবাদি প্রাণির জেনেটিক রোগসহ অন্যান্য রোগ নির্ণয় করে তা প্রতিকার করা। এ চুক্তি আরএমটি প্রকল্প বাস্তবায়ন করতে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, “এ চুক্তির ফলে যুগোপযোগী গবষণার দ্বারা দক্ষিণাঞ্চলের প্রাণিসম্পদর উনয়নে পবিপ্রবির মাইক্রাবায়োলজি এন্ড পাবলিক হেল্থ বিভাগ এবং জিজইউএস যথভাব কাজ করব।”

অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়র শিক্ষক,কর্মকর্তা ও জিজেইউএস প্রতিনিধিরা উপস্তি ছিলনে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.