The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

সীমান্তে ডিজিএফআই কর্মকর্তা নিহতের ঘটনায় মামলা

তাফহিম, কক্সবাজারঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি তুমব্রু সীমান্তে র‌্যাবের ওপর হামলা ও ডিজিএফআইয়ের কর্মকর্তা নিহতের ঘটনায় মামলা হয়েছে। এতে ৩১ জনের নাম উল্লেখসহ ৩০-৪০ জনকে আসামি করা হয়েছে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোহাম্মদ শাহজাহান শনিবার (২৬ নভেম্বর) বেলা ২টার দিকে মামলা লিপিবদ্ধ করার বিষয়ে জানান।

তিনি জানান, ৪৮ ঘণ্টা আগে ডিজিএফআইয়ের কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ৩১ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। অজ্ঞাত আরও ৩০-৪০ জনও আসামি হিসেবে লিপিবদ্ধ রয়েছে।

১৪ নভেম্বর র‌্যাব এবং ডিজিএফআইর মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনাকালে সোমবার মাদক চোরাচালানকারী সন্ত্রাসীদের সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরে বান্দরবান জেলার তুমব্রু সীমান্ত এলাকায় সংঘর্ষ হয়।

মাদক চোরাচালানকারীদের সঙ্গে এই সংঘর্ষ চলাকালে মাদক চোরাচালানকারীদের গুলিতে দায়িত্বরত অবস্থায় ডিজিএফআইর একজন কর্মকর্তা (বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা) দেশের জন্য আত্মত্যাগ করে শহীদ হন এবং র‌্যাবের একজন সদস্য আহত হন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.