The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪

আইইউবি এবং বুয়েটকে হারিয়ে নিটারের রোবট কোয়ার্টার ফাইনালে

নিটার প্রতিনিধি: নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কতৃক আয়োজিত বিট এরেনা-২০২২ রোবোটিক্স কম্পিটিশনে ১ম বার অংশ গ্রহনে আনপ্রেডিক্টেবল সাফল্যের দেখা পেয়েছে নিটারের সকার রোবট “রোবটবিট-০১”।

বিট এরেনা-২০২২ এর সকার রবোট সেগমেন্টে আইইউবি এর সকার রোবট এবং বুয়েটের সকার রোবটকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে নিটার থেকে অংশ নেয়া “রোবটবিট-০১”। কোয়ার্টার ফাইনালে হোস্ট নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের সকার রোবটের কাছে পরাজিত হয়ে নক আউট পর্ব থেকে বিদায় নেই “রোবটবিট-০১”।

উল্লেখ্য বিট এরেনা-২০২২ এর বিভিন্ন সেগমেন্টে নিটার থেকে মোট ছয়টা রোবট অংশ নেয়। যাদের মধ্যে সকার রোবট সেগমেন্টে “রোবটবিট-০১”, “রোবটবিট আলফা” ও “রোবটবিট ৩৬৯”। রবো রেস এ “রোবটবিট গামা” ও “রোবটবিট বুলেট কার”, বট রেসিং এ “রোবটবিট” অংশগ্রহণ করে।

“রোবটবিট-০১” টীমের অনেকেরই অফলাইন রোবোটিক্স কম্পিটিশনে প্রথম বার এবং কয়েকজনের দ্বিতীয় বার অংশগ্রহণ ছিল। একারনেই “রোবটবিট-০১” এর এই সাফল্য সকলের কাছে অনুপ্রেরণার।

You might also like
Leave A Reply

Your email address will not be published.