The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ৩০শে অক্টোবর, ২০২৪

শিক্ষকদের কাছে গবেষণা প্রকল্প আহবান করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়

২০২১-২২ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত কলেজ শিক্ষকদের কাছ থেকে গবেষণা মঞ্জুরী প্রদান সংক্রান্ত রেগুলেশন ২০১৯-এর আওতায় এক বছর মেয়াদী গবেষণা প্রকল্পের আহবান জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ড. মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি এ আহবান জানানো হয়।

আবেদনের শর্তবলী হল:

১। আবেদনকারীকে অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয় কিংবা এর অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক হতে হবে।

২। অন্য কোন প্রতিষ্ঠানের অর্থায়নে প্রকল্প চলমান থাকল আবেদন করার প্রয়োজন নেই।

৩। একই প্রকল্প প্রস্তাব একাধিকবার দাখিল করা যাবে না।

৪। গবেষণা অনুদানের অর্থ ব্যয় ও প্রকল্প বাস্তবায়ন সম্পর্কিত বিভিন্ন কার্যক্রমের বিষয়ে নীতিমালায় উল্লিখিত সকল শর্ত ও নির্দেশনা অবশ্যই অনুসরণ করতে হবে।

৫। আবেদনকারীকে আংশিকভাবে সংযুক্ত তথ্যছক পুরণপূর্বক তার সম্পূর্ন জীবনবৃত্তান্ত এবং বিগত পাঁচ বছরে সম্পাদিত গবেষণা প্রকল্পের তালিকা জমা দিত হবে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.