The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪

জাতীয় বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ আজ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষে ভর্তির মেধাতালিকা আজ মঙ্গলবার প্রকাশিত হয়েছে। আর আগামী বৃহস্পতিবার (২১ জুলাই) আবেদন শুরু হবে।

মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে এসব তথ্য জানান জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. নাসির উদ্দিন।

তিনি বলেন, আগামী ২১ থেকে ২৮ জুলাই পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। ২৩-৩০ জুলাই পর্যন্ত ভর্তি ফি’র টাকা জমা দেওয়া যাবে। দ্বিতীয় মেধাতালিকায় স্থানপ্রাপ্তদের চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন করতে হবে ২৩-৩১ জুলাইয়ের মধ্যে।

অধ্যাপক ড. মো. নাসির উদ্দিন আরও বলেন, কিছুক্ষণের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়বেসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। বিজ্ঞপ্তিতে বিস্তারিত উল্লেখ থাকবে।

প্রসঙ্গত, গত ২২ মে বিকাল ৪টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি আবেদন শুরু হয়ে চলে ৯ জুন পর্যন্ত রাত ১২টা পর্যন্ত। ভর্তির জন্য আবেদন করেছেন ৫ লাখ ১৪ হাজার ২৬২ জন। এর মধ্যে বিজ্ঞানে এক লাখ ৭৪ হাজার ৫৯১টি, ব্যবসায় শিক্ষা শাখায় এক লাখ ৬ হাজার ১৮৮ এবং মানবিকে ২ লাখ ৬০ হাজার ৪৮৫ আবেদন করেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.