আগামী ২৫ এপ্রিল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২৯ এপ্রিল থেকে ঈদের ছুটি শুরু হওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
রবিবার (১০ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ের উপসচিব এএসএম লোকমান স্বাক্ষরিত একটি চিঠি হিসাব মহানিয়ন্ত্রকের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, সরকারি বর্ষপঞ্জি-২০২২ অনুযায়ী আগামী ৩ এপ্রিল (চাঁদ দেখা সাপেক্ষে) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। সেজন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত নন গেজেটেড কর্মচারী ও সামরিকবাহিনীতে কর্মরত নন কমিশন্ড অফিসার/কর্মচারীদের বেতন আগামী ২৫ এপ্রিল দেয়ার সিদ্ধান্ত হয়েছে।
একইসঙ্গে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ভাতা আগামী ২৫ এপ্রিল প্রদান করা হবে। বাংলাদেশ ট্রেজারি রুলসের এসআর ১১৩(২) প্রদত্ত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
প্রসঙ্গেত, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা প্রতিমাসের ১ থেকে ৩ তারিখের মধ্যে দেয়া হয়। তবে আগামী ২৯ পবিত্র ঈদুল ফিতরের ছুটি শুরু হওয়ায় বেতন-ভাতা প্রদানের সময় এগিয়ে নিয়ে এসেছে সরকার।