বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামানের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো তদন্তের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
জানা গেছে, গত বুধবার (২৩ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহকে এ বিষয়ে একটি চিঠি পাঠানো হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ শাখার উপসচিব ড. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামানের বিরুদ্ধে আনীত অভিযোগপত্রের ছায়ালিপি প্রেরণ করা হলো। অভিযোগগুলো তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণপূর্বক এ বিভাগকে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
প্রসঙ্গত, সম্প্রতি সানোয়ার হোসেন নামের এক ব্যক্তি ইউজিসি সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামানের বিরুদ্ধে তিন পৃষ্ঠার একটি অভিযোগপত্র শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বরাবর জমা দেন। সেখানে ইউজিসি সচিবের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির মোট দশটি অভিযোগ আনেন তিনি।