The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
মঙ্গলবার, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫

ফেসবুকে ‘বিদায় বাংলাদেশ’ পোস্ট দেওয়া সেই নেতা বাড়ি থেকে গ্রেপ্তার

‘বিদায় বাংলাদেশ’ লিখে ফেসবুকে পোস্ট করেন কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাশকতা মামলার পলাতক আসামি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাজীব আহমেদ হেলু। তবে দেশব্যাপী চলমান ডেভিল হান্ট অভিযানে তাকে নিজ বাড়ি থেকেই গ্রেপ্তার করে পুলিশ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নে মধুরবহাটি এলাকা থেকে অষ্টগ্রাম থানা-পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর জানা যায়, তিনি পুলিশকে বিভ্রান্ত করতে ফেসবুকে পোস্ট দিলেও আসলে বাড়িতেই আত্মগোপনে ছিলেন।

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাশকতার তিন মামলার পলাতক আসামি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাজীব আহমেদ হেলুকে গ্রেপ্তার করা হয়েছে।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করে বলেন, উপজেলা সেচ্ছাসেবলীগ নেতা রাজীব নাশকতাসহ তিন মামলার পলাতক আসামি। আজ মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

জানা গেছে, অষ্টগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ও অষ্টগ্রাম বণিক সমিতির সভাপতি রাজীব আহমেদ হেলু ৫ আগস্ট পরবর্তী সময়ে অষ্টগ্রাম থানায় নাশকতাসহ তিনটি মামলার আসামি। এসব মামলা হওয়ার পর থেকে তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন। গত ৩১ জানুয়ারি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে ছবি তুলে, ‘সময়ের কারণে সবাইকে বলতে পারি নাই, বিদায় বাংলাদেশ’- লিখে ফেসবুকে পোস্ট করে পুলিশকে বিভ্রান্তের চেষ্টা করে বাড়িতেই আত্মগোপনে ছিলেন এই স্বেচ্ছাসেবক লীগ নেতা। তিন মামলার আসামি কিভাবে দেশত্যাগ করে সেটা অনুসন্ধান শুরু করে আইন প্রয়োগকারী সংস্থাগুলো। এরপর পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার অভিযান চালিয়ে উপজেলার মধুর হাটি এলাকা থেকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, গ্রেপ্তার রাজীব নাশকতাসহ তিন মামলার পলাতক আসামি। বিদায় বাংলাদেশ লিখে ফেসবুকে পোস্ট করে পুলিশকে বিভ্রান্ত করে বাড়িতেই আত্মগোপনে ছিলেন এই স্বেচ্ছাসেবক লীগ নেতা।

You might also like
Leave A Reply

Your email address will not be published.