ডেস্ক রিপোর্ট: শেখ হাসিনার দেওয়া এই বক্তব্যের সঙ্গে ‘ভূরাজনীতির সম্পর্ক’ রয়েছে বলে মনে করেন কবি, প্রাবন্ধিক ও চিন্তক ফরহাদ মজহার।
গতকাল শুক্রবার রাতে জাতীয় নাগরিক কমিটির এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। নতুন রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে ঢাকা মহানগর দক্ষিণের ২৪টি থানার প্রতিনিধিদের নিয়ে এ সভার আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি।
শেখ হাসিনার ফেসবুক লাইভ বক্তব্যকে কেন্দ্র করে গত কয়েকদিন শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িসহ সারাদেশে আওয়ামী লীগের এমপি-মন্ত্রীদের বাড়ি-ঘরে হামলা ও ভাঙচুর করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
এ প্রসঙ্গে ফরহাদ মজহার বলেন, ‘আপনারা যারা নিন্দা করেছেন, বলেছেন যে ভাঙার রাজনীতি চান না। আমি আপনাদের সঙ্গে একমত। কিন্তু আমার একটা কথা আছে- ভাঙার রাজনীতি একই সঙ্গে গড়ারও রাজনীতি।’
শেখ হাসিনার দেওয়া এই বক্তব্যের সঙ্গে ‘ভূরাজনীতির সম্পর্ক’ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা হঠাৎ করে বক্তব্য দেননি। নয়া দিল্লি প্রথম দিন থেকেই বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। বন্যা থেকে শুরু করে খাদ্য ও অন্যান্য জিনিসপত্রের দাম বাড়ানোর কাজটা তারা করেছে। কিন্তু এখনকার যে পদক্ষেপ, সেটা ট্রাম্প আসার পরের। ১২ ফেব্রুয়ারি ট্রাম্প-নরেন্দ্র মোদীর যে বৈঠক, তার আগে এটা ছিল লিটমাস টেস্ট। আপনারা কেমন প্রতিক্রিয়া দেখান সেটা তারা দেখতে চেয়েছিল।
নাগরিক কমিটির মাধ্যমে অভ্যুত্থানের নেতাদের মাধ্যমে নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়ে ফরহাদ মজহার বলেন, সাংবিধানিক প্রতিবিপ্লবের কারণে যে গণঅভ্যুত্থান সফল করা যায়নি, সেই গণঅভ্যুত্থানকে পূর্ণ করবার জন্য বা পরিপূর্ণ গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে গণসার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা এবং নতুন গঠনতন্ত্র প্রণয়ন করার রাজনীতি আগামী দিনে করতে হবে।
নতুন যে রাজনৈতিক দল গঠন করা হবে, সেটাকে বিপ্লবী চেতনা ধারণ করার পরামর্শ দিয়ে তিনি বলেন, জনগণ আর দল এক নয়। আপনারা একটা দল করতে নেমেছেন। কিন্তু আমি সন্দেহ করবো, আপনারা কি আরেকটা বিএনপি বানাবেন? নাকি সত্যিকারের গণঅভ্যুত্থানটা পূর্ণ করার সাংগঠনিক শক্তি হাজির করবেন। যদি আরেকটি নির্বাচনবাদী দল করেন, যদি নির্বাচনের মাধ্যমে সরকার বদলাতে চান, সরকার গঠন করতে চান, সেটা হবে দুঃস্বপ্ন।
ফরহাদ মজহার বলেন, অনেকে ফ্যাসিবাদ বিলোপ হয়ে যাওয়ার কথা বলছেন। কিন্তু ফ্যাসিবাদ শুধু একটা মতাদর্শ নয়; এটা একই সঙ্গে একটা রাষ্ট্রব্যবস্থা, একই সঙ্গে একটা ফ্যাসিস্ট শক্তি। এই তিনটি বিষয় আলাদা করে লড়াই ও রণনীতি প্রণয়ন করতে হবে।
তিনি বলেন, আপনারা চুপ্পুকে (রাষ্ট্রপতি) পদত্যাগে বাধ্য করাতে পারেননি। তাকে পদত্যাগ করতে হবে; ৭২ সালের সংবিধান বাতিল করতে হবে। কারণ ওটা মুক্তিযুদ্ধের বিরোধী। মুক্তিযুদ্ধে আমরা ঘোষণা দিয়েছিলাম- সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের ভিত্তিতে গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম করবো। সেই মুক্তিযুদ্ধ ছিনতাই করে নিয়ে গেছে দিল্লি। তার জবাব আমরা এত বছর পর ৫ অগাস্ট দিতে পেরেছি। কিন্তু আমরা সংবিধান বাতিল করতে পারি নাই।