The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫

১২ জন নিয়ে খেলেছে ভারত, ম্যাচ রেফারির কাছে ব্যাখ্যা চায় ইংল্যান্ড

ডেস্ক রিপোর্ট: পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম দুই ম্যাচেই হার। তবে তৃতীয় ম্যাচ জিতে সিরিজ বাঁচিয়ে রাখে ইংল্যান্ড। শুক্রবার (৩১ জানুয়ারি) সিরিজের চতুর্থ ম্যাচে ভারতের কাছে ১৫ রানে হেরে সিরিজ হাতছাড়া করেছে জস বাটলারের দল।

সিরিজ জিতলেও ম্যাচ শেষে বিতর্কের জন্ম দিয়েছে ভারত। ভারতের শিবম দুবের কনকাশন সাব হিসেবে মাঠে নেমেছিলেন হর্ষিত রানা। সেটা এমন এক সময়ে যখন দুবে ব্যাট হাতে ৩৪ বলে ৫৩ রানের ইনিংস খেলে ফেলেছেন। এরপর হর্ষিত বল হাতে নেন ৩ উইকেট।

আইপিএলের ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের মতো, যেখানে একজনকে দিয়ে ব্যাটিং করিয়ে পরে তার জায়গায় একজন বোলার খেলানো যায়। তবে আন্তর্জাতিক ক্রিকেটে এমন নিয়ম নেই বলে ভারতের দুবের জায়গায় হর্ষিতকে খেলানোর সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছে ইংল্যান্ডের অধিনায়ক বাটলার। ১২ জন নিয়ে খেলেছে বলেও ভারতকে খোঁচা দিয়েছেন ইংলিশ অধিনায়ক।

কনকাশন সাবের নিয়ম অনুসারে, কোনো খেলোয়াড় মাথায় আঘাত পেলে ওই খেলোয়াড়ের জায়গায় তার মতোই কাউকে নামাতে পারবে। অর্থাৎ ব্যাটার জায়গায় ব্যাটার, বোলারের জায়গায় বোলার। এখানে দুবে ও হর্ষিত একই ধরনের খেলোয়াড় নন। দুবে ব্যাটিং অলরাউন্ডার। অন্যদিকে হার্ষিত পেস বোলার।

ম্যাচ শেষে খোঁচা মেরে বাটলার বলেন, ‘হয় দুবে ঘণ্টায় ২৫ কিলোমিটার বলের গতি বাড়িয়েছে, নয়তো হর্ষিত তার ব্যাটিংয়ে অনেক উন্নতি করেছে।’

এছাড়া কনকাশন সাব প্রসঙ্গে ইংলিশ অধিনায়ক বলেন, ‘এটা একই ধরনের খেলোয়াড়দের মধ্যে বদলি হয়নি। আমরা এর সঙ্গে একমত নই। এমনটা খেলার অংশ, আর আমাদের ম্যাচটি জেতা উচিত ছিল, তবে আমরা এ সিদ্ধান্তের সঙ্গে একমত নই।’

ম্যাচ রেফরির কাছে ব্যাখ্যা চাওয়ার কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘আমাদের সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি। ব্যাটিংয়ে নামার সময় আমি ভাবছিলাম-হর্ষিত কার জায়গায়? তারা বলেছে, এটা কনকাশন সাব, যেটা আমি অবশ্যই একমত হইনি। ম্যাচ রেফারিই নাকি এ সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে আমরা জাভাগাল শ্রীনাথকে (ম্যাচ রেফারি) কিছু প্রশ্ন করবো।’

You might also like
Leave A Reply

Your email address will not be published.