The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪

এমপিও জটিলতা নিরসনে অধিদপ্তর-এনটিআরসিএ রুদ্ধদ্বার বৈঠক

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের এমপিও নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে রুদ্ধদ্বার বৈঠক করেছে তিন অধিদপ্তর এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। বৈঠকে এমপিও সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট অধিদপ্তরের মহাপরিচোলকরা।

জানা গেছে, গতকাল মঙ্গলবার (৮ মার্চ) এনটিআরসিএ’র কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক উপস্থিত ছিলেন। সভায় সদ্য যোগদানকৃত শিক্ষকদের বয়স সংক্রান্ত কারণে এমপিও ফাইল বাতিল করার বিষয়ে আলোচনা হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে যাদের বয়স ৩৫ বছর কিংবা তার বেশি এমন শিক্ষকদের এমপিও ফাইল রিজেক্ট না করার বিষয়টি অবহিত করা হয়। এসময় ৩৫ বছর বয়সী শিক্ষকদের জন্য আপিল বিভাগের রায়ের কপি সংশ্লিষ্ট দপ্তরের মহাপরিচালককে দেখানো হয়। রুদ্ধদ্বার আলোচনা শেষে মহাপরিচালকরা বিষয়টি সমাধানের আশ্বাস দেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে এনটিআরসিএ সচিব (উপসচিব) মো. ওবাইদুর রহমনা বলেন, তৃতীয় গণবিজ্ঞপ্তিতে যোগদানের পর বয়স সংক্রান্ত জটিলতার কারণে অনেকের এমপিও ফাইল রিজেক্ট করা হচ্ছিল। এমন অসংখ্য অভিযোগ আমাদের কাছে জমা হয়। বিষয়টি সমাধানে করণীয় ঠিক করতে গতকাল সংশ্লিষ্ট অধিদপ্তরের মহাপরিচালকদের নিয়ে একটি সভা হয়েছে।

তিনি আরও বলেন, সভায় আমরা ৩৫ ঊর্ধ্বো প্রার্থীদের বয়স নিয়ে আপিল বিভাগের দেয়া রায়ের কপি মহাপরিচাকদের দেখিয়েছি। এছাড়া সুপারিশপত্রে রায়ের কপি সংক্রান্ত বিসয়টি উল্লেখ করার বিষয়টিও জানানো হয়েছে। সবকিছু শোনার পর বিষয়টি সমাধানে তিন অধিদপ্তরের মহাপরিচালক বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.

  1. প্রচ্ছদ
  2. ক্যাম্পাস
  3. এমপিও জটিলতা নিরসনে অধিদপ্তর-এনটিআরসিএ রুদ্ধদ্বার বৈঠক

এমপিও জটিলতা নিরসনে অধিদপ্তর-এনটিআরসিএ রুদ্ধদ্বার বৈঠক

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের এমপিও নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে রুদ্ধদ্বার বৈঠক করেছে তিন অধিদপ্তর এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। বৈঠকে এমপিও সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট অধিদপ্তরের মহাপরিচোলকরা।

জানা গেছে, গতকাল মঙ্গলবার (৮ মার্চ) এনটিআরসিএ’র কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক উপস্থিত ছিলেন। সভায় সদ্য যোগদানকৃত শিক্ষকদের বয়স সংক্রান্ত কারণে এমপিও ফাইল বাতিল করার বিষয়ে আলোচনা হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে যাদের বয়স ৩৫ বছর কিংবা তার বেশি এমন শিক্ষকদের এমপিও ফাইল রিজেক্ট না করার বিষয়টি অবহিত করা হয়। এসময় ৩৫ বছর বয়সী শিক্ষকদের জন্য আপিল বিভাগের রায়ের কপি সংশ্লিষ্ট দপ্তরের মহাপরিচালককে দেখানো হয়। রুদ্ধদ্বার আলোচনা শেষে মহাপরিচালকরা বিষয়টি সমাধানের আশ্বাস দেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে এনটিআরসিএ সচিব (উপসচিব) মো. ওবাইদুর রহমনা বলেন, তৃতীয় গণবিজ্ঞপ্তিতে যোগদানের পর বয়স সংক্রান্ত জটিলতার কারণে অনেকের এমপিও ফাইল রিজেক্ট করা হচ্ছিল। এমন অসংখ্য অভিযোগ আমাদের কাছে জমা হয়। বিষয়টি সমাধানে করণীয় ঠিক করতে গতকাল সংশ্লিষ্ট অধিদপ্তরের মহাপরিচালকদের নিয়ে একটি সভা হয়েছে।

তিনি আরও বলেন, সভায় আমরা ৩৫ ঊর্ধ্বো প্রার্থীদের বয়স নিয়ে আপিল বিভাগের দেয়া রায়ের কপি মহাপরিচাকদের দেখিয়েছি। এছাড়া সুপারিশপত্রে রায়ের কপি সংক্রান্ত বিসয়টি উল্লেখ করার বিষয়টিও জানানো হয়েছে। সবকিছু শোনার পর বিষয়টি সমাধানে তিন অধিদপ্তরের মহাপরিচালক বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন।

পাঠকের পছন্দ

মন্তব্য করুন