বিনোদন ডেস্ক: ঢালিউড নায়িকা বিদ্যা সিনহা মিম অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও বেশ জনপ্রিয়। স্যোশাল মিডিয়ায় বিভিন্ন সময় নানা রূপে-অবতারে হিাজির হয়ে ভক্তমনে ঝড় তুলথেও দেখা যায় তাকে। তারই ধারাবাহিকতায় আজও মাঘের শীতে উষ্ণতা ছড়াতে ভুলেননি মিম। সকাল সকাল ছাদে উঠে রৌদ্রচুম্বন করলেন তিনি।
বৃহস্পতিবার ( ২৩ জানুয়ারি) সকালে ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন বিদ্যা সিনহা মিম।
ছবিতে দেখা যায়, একটি ব্রাউন-ব্ল্যাক স্ট্রাইপের টপস পরেছেন মিম। ওপরের ব্রাউন কালারের ওপেন সোয়েটারটিও রেখেছেন খোলামেলা। এমন অবস্থায় শীতের সকালের মিষ্টি রোদের ছোঁয়ায় জ্বল জ্বল করে ওঠে মিমের মসৃণ ত্বক।
মিমের এই হালকা সাজে সৌন্দর্যও ফুটে ওঠেছে সেইসঙ্গে। কারণ, কানে ছিল একটি লাল জবা ফুল, ঠোঁটে লাল লিপস্টিক। সঙ্গে ক্যামেরায় নানা লুকের পোজ।
পোস্টের ক্যাপশনে মিম লেখেন, ‘রৌদ্রচুম্বন, উজ্জ্বলতা; সুন্দর একটি দিনের প্রস্ততি।’
মিমের এই পোস্ট দেখে মুগ্ধতা প্রকাশ করেন তার ভক্ত-অনুরাগীরা। বিশেষ করে এই নায়িকার অনুরাগীদের অধিকাংশ তার সৌন্দর্যের প্রশংসা করেন। এ ছাড়াও শীতের সকালে মিমের এমন খোলামেলা রূপে অনেকে চমকেও যান।
২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে প্রবেশ করেন বিদ্যা সিনহা মিম। হুমায়ুন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল চলচ্চিত্রে’ অভিনয় করে দর্শকদের নজরে আসেন তিনি।
এরপর থেকে টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেন। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এই নায়িকা।