The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫

এক যুগ পর রঞ্জি ট্রফিতে ফিরলেন কোহলি

স্পোর্টস ডেস্ক: ভারতের জাতীয় দলের বেশিরভাগ খেলোয়াড় জাতীয় দলে সুযোগ পাওয়ার আগে রঞ্জি ট্রফিতে খেলেছেন। বিরাট, রোহিত, পান্তরা সবাই রঞ্জি ট্রফি খেলে তারপর জাতীয় দলে এসেছেন। তবে ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি রঞ্জি ট্রফিতে খেলেন না ১৩ বছর ধরে।

জানা গেছে, দলের মধ্যে ‘শৃঙ্খলা, একতা ও ইতিবাচক পরিবেশ’ নিশ্চিত করতে ভারতীয় ক্রিকেটারদের জন্য ১০টি নির্দেশনা দিয়েছে বিসিসিআই। এই ১০ নির্দেশনার একটি ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ।

নির্দেশনার প্রভাবে রোহিত শর্মা, শুবমান গিল, রবীন্দ্র জাদেজার রঞ্জি ট্রফিতে খেলার খবরের পর এবার জানা গেল ১২ বছর পর রঞ্জি ট্রফিতে ফিরছেন বিরাট কোহলিও। কোহলি শেষ রঞ্জি ট্রফিতে খেলেছেন ২০১২ সালে। এরপর অজানা কারণ দেখিয়ে রঞ্জি ট্রফি থেকে সরে যান তিনি।

সাম্প্রতি ভারতীয় ক্রিকেট দল ধারাবাহিক খারাপ পারফর্মেন্সের কারণে সমালোচনার শিকার হচ্ছে। একের পর এক ব্যর্থ সিরিজের পর এবার রঞ্জি ট্রফিতে খেলে নিজেদের ফর্ম ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন কোহলি, রোহিতরা।

ইএসপিএনক্রিকইনফোকে এই খবর জানিয়েছেন দিল্লি কোচ সরনদীপ সিং। তিনি জানিয়েছেন, আগামী ৩০ জানুয়ারি রেলওয়ের বিপক্ষে খেলবে তার দল। সেখানে সাবেক অধিনায়ক বিরাট কোহলির খেলার সম্ভাবনা দৃঢ়। এর আগে ২৩ জানুয়ারি দিল্লির হয়ে রঞ্জি টুর্নামেন্টে মাঠে নামবেন ঋশভ পন্ত ও রবীন্দ্র জাদেজা।

You might also like
Leave A Reply

Your email address will not be published.