ডেস্ক রিপোর্ট: ১/১১ সরকারের মতো দেশে ফের বি-রাজনীতিকরণের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সংস্কারের নামে কোনো বি-রাজনীতিকরণ হলে জনগণ তা প্রতিহত করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতারা।
শনিবার (১৮ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলাদা আলাদা অনুষ্ঠানে এমন হুঁশিয়ারি দেন তারা।
এসময় ‘সংস্কারের ম্যান্ডেট ছাত্র প্রতিনিধিদের কে দিয়েছে’ বলে প্রশ্ন তোলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন। তিনি বলেন, দেশে যা সংস্কার করার দরকার তা নির্বাচিত রাজনৈতিক সরকার করবে। বিএনপি ৩১ দফার মাধ্যমে অনেক আগেই সংস্কারের রুপরেখা দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
আরেক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি করে কোনো জাতি এগিয়ে যেতে পারে না। শেখ হাসিনার অপরাধের সমর্থনদাতা পেশাজীবিদের ক্ষমা চাওয়ার আহবান জানান তিনি। এছাড়া যারা সরাসরি গুম-খুনের সাথে জড়িত তাদের শাস্তি দৃষ্টান্তমূলক হতে হবে বলেও দাবি তোলেন বিএনপির এই সিনিয়র নেতা।