The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪

রাবি পাঠক ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়(রাবি) পাঠক ফোরামের ৩২ তম কার্যনির্বাহী কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

শনিবার (২৩ মার্চ) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল স্টেডিয়াম সংলগ্ন সংগঠনটির নিজ কার্যালয়ে এ আয়োজন করা হয়।

সংগঠনটির সাধারণ সম্পাদক মো. সাদিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে ছিলেন ৩৬তম বিসিএস (পুলিশ) ক্যাডার সুপারিশ প্রাপ্ত রাজশাহী মেট্রোপলিটনের সহকারী পুলিশ কমিশনার এবং সাবেক ফোরামিস্ট মো. রুবেল হক তাঁর বক্তব্যে বলেন, একজন শিক্ষার্থীর পড়াশোনাই আসল জিনিস। অ্যাকাডিক পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধরনের অ্যাকটিভিটিসে যুক্ত হওয়া উচিত। একই সাথে নিজের ভেতর থেকে তুমি কী হতে চাও তা ঠিক করার উপদেশ দেন।

পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে সংগঠনটির সভাপতি সাগর ইসলাম বলেন, মাহে রমজান একটি ফজিলতপূর্ণ ও পবিত্র মাস। মহান আল্লাহ তায়ালা এ মাসে আমাদের যাবতীয় গুনাহ মাফ করুন। রাজশাহী বিশ্ববিদ্যালয় পাঠক ফোরাম প্রতি বছরের ন্যায় এবারও ইফতারের মাহফিলের আয়োজন করেছে।

এবং আজকের এ অনুষ্ঠানে সিনিয়র ফোরামিস্ট, ৩২তম কার্যনির্বাহী সদস্য, ডিপার্টমেন্ট অ্যাম্বাসেডর এবং সাধারণ সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করায় সবাইকে ধন্যবাদ জানান তিনি।

এসময় আরো উপস্থিত ছিলেন জনতা ব্যাংক লিমিটেড-এর সিনিয়র অফিসার মো. ফজলুল হক, ইসলামী ব্যাংক লিমিটেড-এর অফিসার মোছা. নুসরাত জাহান, সাবেক সভাপতি সৌরভ দত্ত ও মো. মাহমুদুল হাসান (শাওন), সহ-সভাপতি মোছা. মৌসুমী আক্তার ও ফাতেমা মোস্তারিনসহ অর্ধ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয় পাঠক ফোরাম একটি ক্যারিয়ার গঠনমূলক ছাত্র সংগঠন। ১৯৮৯ সালের ৪ই এপ্রিল আরিফ হাসনাতের হাত দিয়ে প্রতিষ্ঠিত হয়।

You might also like
Leave A Reply

Your email address will not be published.

  1. প্রচ্ছদ
  2. ক্যাম্পাস
  3. রাবি পাঠক ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাবি পাঠক ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়(রাবি) পাঠক ফোরামের ৩২ তম কার্যনির্বাহী কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

শনিবার (২৩ মার্চ) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল স্টেডিয়াম সংলগ্ন সংগঠনটির নিজ কার্যালয়ে এ আয়োজন করা হয়।

সংগঠনটির সাধারণ সম্পাদক মো. সাদিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে ছিলেন ৩৬তম বিসিএস (পুলিশ) ক্যাডার সুপারিশ প্রাপ্ত রাজশাহী মেট্রোপলিটনের সহকারী পুলিশ কমিশনার এবং সাবেক ফোরামিস্ট মো. রুবেল হক তাঁর বক্তব্যে বলেন, একজন শিক্ষার্থীর পড়াশোনাই আসল জিনিস। অ্যাকাডিক পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধরনের অ্যাকটিভিটিসে যুক্ত হওয়া উচিত। একই সাথে নিজের ভেতর থেকে তুমি কী হতে চাও তা ঠিক করার উপদেশ দেন।

পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে সংগঠনটির সভাপতি সাগর ইসলাম বলেন, মাহে রমজান একটি ফজিলতপূর্ণ ও পবিত্র মাস। মহান আল্লাহ তায়ালা এ মাসে আমাদের যাবতীয় গুনাহ মাফ করুন। রাজশাহী বিশ্ববিদ্যালয় পাঠক ফোরাম প্রতি বছরের ন্যায় এবারও ইফতারের মাহফিলের আয়োজন করেছে।

এবং আজকের এ অনুষ্ঠানে সিনিয়র ফোরামিস্ট, ৩২তম কার্যনির্বাহী সদস্য, ডিপার্টমেন্ট অ্যাম্বাসেডর এবং সাধারণ সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করায় সবাইকে ধন্যবাদ জানান তিনি।

এসময় আরো উপস্থিত ছিলেন জনতা ব্যাংক লিমিটেড-এর সিনিয়র অফিসার মো. ফজলুল হক, ইসলামী ব্যাংক লিমিটেড-এর অফিসার মোছা. নুসরাত জাহান, সাবেক সভাপতি সৌরভ দত্ত ও মো. মাহমুদুল হাসান (শাওন), সহ-সভাপতি মোছা. মৌসুমী আক্তার ও ফাতেমা মোস্তারিনসহ অর্ধ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয় পাঠক ফোরাম একটি ক্যারিয়ার গঠনমূলক ছাত্র সংগঠন। ১৯৮৯ সালের ৪ই এপ্রিল আরিফ হাসনাতের হাত দিয়ে প্রতিষ্ঠিত হয়।

পাঠকের পছন্দ

মন্তব্য করুন