The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫

নারীদের জন্য সংরক্ষিত ১০০ আসন চাই না : ফয়জুল করীম

ডেস্ক রিপোর্ট: ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, সংবিধান সংস্কার প্রস্তাবে ৫০৫টি আসন রাখা হয়েছে। আমি নারীদের জন্য ১০০ সংরক্ষিত আসন চাই না।

তিনি বলেন, ‘নারীদের জন্য কোনো নির্দিষ্ট আসন চাই না। এককক্ষ বা দ্বি-কক্ষ যাই হোক, সকল নির্বাচন পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতির হতে হবে। অন্যথায়, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে না।’

আজ শুক্রবার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলটির সহযোগী সংগঠন ইসলামী যুব আন্দোলনের সমাবেশে তিনি এসব কথা বলেন।

ফয়জুল করীম বলেন, ‘অতীতের সরকার সব কিছু ধ্বংস করে দিয়ে গেছে। তাই ধ্বংসস্তূপের ওপরে কিছু হতে পারে না। যে কারণে সংস্কার করে নির্বাচন দিতে হবে। বিচার বিভাগের স্বাধীনতা আমরা চাই।’

তিনি বলেন, ‘বিএনপি নির্বাচনের পরে সংস্কারের কথা বলে ছাত্র-জনতার অর্জনকে ধ্বংস করতে চাইছে। বাংলাদেশের মানুষ চাঁদাবাজি ও দুর্নীতি দেখতে চায় না। যারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে তাদের ক্ষমতায় দেখতে চায় না।’

তিনি আরো বলেন, ‘তাদের ক্ষমতায় আসতে দেবে না। ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম এখন চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সিন্ডিকেট ও দখলদারদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। ইসলামী হুকুমত কায়েম না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকব, ইনশাআল্লাহ।’

ফয়জুল করীম বলেন, ‘যুবক জাগ্রত হলে দেশ ও জাতি ভালো হয়। রুহানিয়াত ও জেহাদের সমন্বিত প্রয়াস। কোন ভাবেই রুহানিয়াতকে ভুলে যাওয়া যাবে না বা বাদ দেওয়া যাবে না। সাহাবাদের অনুসরণ ইসলামী যুব আন্দোলন। সাহাবাদের জন্য ত্যাগ করতে হবে। তাদের ভালোবাসতে হবে।’

You might also like
Leave A Reply

Your email address will not be published.