The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫

দুদক এনফোর্সমেন্ট ইউনিটের চার অভিযান

দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিটে আসা অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের একাধিক টিম রবিবার (১২ জানুয়ারি) সারাদেশে ৪টি অভিযান পরিচালনা করে।

👉অভিযান ০১: তিতাস গ্যাসের কতিপয় অসাধু কর্মকর্তার বিরুদ্ধে ঢাকার সাভার এলাকায় অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-২ হতে আজ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দুদক টিম সাভারের তিতাস গ্যাস অফিস হতে সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করে। সাভারের বিভিন্ন এলাকায় সরেজমিন পরিদর্শন করে ১১০ টির অধিক অবৈধ গ্যাস সংযোগ পাওয়া যায় এবং তিতাস গ্যাস কর্তৃপক্ষের সহযোগিতায় সে সকল সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযোগ সংশ্লিষ্ট অন্যান্য রেকর্ডপত্র পর্যালোচনা করে কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।

👉অভিযান ০২: তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, গাজীপুর -এর কতিপয় অসাধু কর্মকর্তার বিরুদ্ধে ঘুসের বিনিময়ে অবৈধ গ্যাস সংযোগ প্রদানের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, গাজীপুর হতে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অভিযোগ সংশ্লিষ্ট গাজীপুর সদরের উত্তর বিলাশপুর, চান্দনা চৌরাস্তা স্থানসমূহে অবৈধ গ্যাস সংযোগ পাওয়া যায়। তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, গাজীপুর -এর সহযোগিতায় প্রায় ৪০টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অধিকন্তু, অবৈধ সংযোগ ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনগত ব‍্যবস্থা গ্রহণের জন্য তিতাস কর্তৃপক্ষ জানানো হয় । অভিযানকালে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড গাজীপুর এর কর্মকর্তা কর্মচারীদের দায়িত্বে অবহেলাসহ অভিযোগের বিষয়ে প্রাথমিক সত্যতা রয়েছে মর্মে টিমের নিকট প্রতীয়মান হয়। এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।

👉অভিযান ০৩: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ -এর কর্মচারী ও শিক্ষকগণ কর্তৃক চাহিদার চেয়ে অতিরিক্ত ক্রয়, ভুয়া বিল-ভাউচার প্রস্তুত, কেনাকাটায় টেন্ডার বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, উন্নয়ন প্রকল্পে অর্থ আত্মসাতসহ নানাবিধ অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, গোপালগঞ্জ কর্তৃক একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আসবাবপত্র ক্রয়ে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করে সরকারি অর্থ আত্মসাৎ, চাহিদার চেয়ে অতিরিক্ত বেঞ্চ ক্রয় ও নিম্নমানের মালামাল ক্রয়ের বিষয়ে প্রাথমিক সত্যতা পাওয়া যায়। পরিদর্শনকালে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের ২টি পানি শোধনাগার বন্ধ অবস্থায় রয়েছে, যার মধ্যে একটির যন্ত্রপাতি ও পাইপ নিম্নমানের পাওয়া যায়। অভিযানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের যোগসাজশে সেকশন অফিসার পদে নিয়োগের শর্ত (বয়স ৩২ এর উপরে) ভঙ্গ করে নিয়োগ দেয়ার প্রাথমিক প্রমাণ পাওয়া যায়। এছাড়াও কফি হাউজ ও লেকপাড়ের সৌন্দর্যবর্ধনের কাজ শেষ না করেই পরস্পর যোগসাজশে ঠিকাদারকে অতিরিক্ত বিল দেওয়া, ৭-৮ বছর আগে কাজ শুরু করেও বিশ্ববিদ্যালয়ের মূল গেইট নির্মাণ শেষ না করে আর্থিক অনিয়ম করা, ম্যুরাল নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতিসহ সাময়িক বরখাস্তকৃত উপপরিচালক কর্তৃক সিন্ডিকেট করে কেনাকাটায় ব্যাপক অনিয়মের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। অভিযানকালে সংগৃহীত সকল তথ্যাবলি বিস্তারিতভাবে যাচাই করে কমিশন বরাবর প্রতিবেদন দাখিল করা হবে।

👉অভিযান ০৪: শিক্ষা বোর্ডের অনিয়ম আড়াল করতে অডিট টিম কর্তৃক ঘুস লেনদেন ও অন্যান্য অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, দিনাজপুর হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে এনফোর্সমেন্ট টিম অভিযোগে বর্ণিত ব্যাংক হিসাব বিবরণী পর্যালোচনা করে। প্রাথমিক পর্যালোচনায় ঘুস লেনদেনের সত্যতা রয়েছে মর্মে টিমের নিকট প্রতীয়মান হয়। কেনাকাটার বিভিন্ন অনিয়ম সংক্রান্ত বিষয়ে টিম বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহ করে। সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা করে এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.