ডেস্ক রিপোর্ট: জামায়াতের সঙ্গে বিএনপির দূরত্ব বাড়েনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেছেন, আগামী দিনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে আমরা সবাই থাকবো, তারাও থাকবে। এটা নিয়ে কনফিউশনের কিছু নেই।
শুক্রবার (১০ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
জামায়াতের সঙ্গে বিএনপি বৈঠক করবে কি না? এমন প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, জামায়াতও গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে, বিএনপিও আন্দোলন করেছে। তারা তাদের মতো করে আন্দোলন করেছে। কিন্তু যুগপৎ আন্দোলনে তারা তাদের মতো করে কর্মসূচি পালন করেছে। নিশ্চয়ই আগামী দিনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সবাই আমরা থাকবো, তারাও থাকবে। এটা নিয়ে কনফিউশনের কিছু নেই।
দলটির সাথে জোট ও সমমনা যারা আছে, তারাই যুগপৎ আন্দোলনে একসাথে কর্মসূচি পালন করে বলে এ সময় উল্লেখ করেন বিএনপির এ নেতা।
জামায়াতের সঙ্গে তার দলের দূরত্ব কমানোর কোনো উদ্যোগ নেয়া হবে কি না? এমন প্রশ্নের জবাবে বিএনপির এ নেতা বলেন, এমন কোনো দূরত্বের কিছু নেই। তারাও গণতন্ত্র চায়, নির্বাচন চায়। মানুষের অধিকারের কথা বলে, আমরাও বলি। কিন্তু যদি কেউ বলে, শুধু তারাই দেশপ্রেমিক, তাহলে তো আমাদের কষ্ট লাগবেই। আমরা তো বলবো, ভাই কথাটা ঠিক না।