The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪

সাভারে কৃষকের ধান কেটে দিল জাবি ছাত্রলীগ

জাবি প্রতিনিধিঃ তীব্র তাপদাহ ও আকস্মিক কালবৈশাখী ঝড়ে জমির পাকা ধান কাটা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন সাভারের দুই কৃষক। বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে অসহায় কৃষকের পাশে দাঁড়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

সোমবার (১ মে) সকাল ১০ টায় শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান লিটন এর নেতৃত্বে সাভার উপজেলার মিরেরটেক এলাকার দুই কৃষকের জমির ধান কেটে দেন ছাত্রলীগ নেতাকর্মীরা। এসময় শাখা ছাত্রলীগের শতাধিক নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশগ্রহন করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের নির্দেশে এ কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

এ বিষয়ে জানতে চাইলে জাবি শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, ”আজকে আমরা ছাত্রলীগের পক্ষ থেকে সাভারের মিরেরটেক এলাকার দুই কৃষকের ধান কেটে দিয়েছি। প্রচণ্ড তাপদাহে সাধারণ কৃষক মাঠে স্বস্তিতে কাজ করতে পারছেন না। এ ছাড়া শ্রমিক সংকটও রয়েছে। ফলে অনেকেই পাকা ধান সময়মতো ঘরে তুলতে পারছেন না। বাংলাদেশ ছাত্রলীগ দেশের মানুষের দুঃখ-কষ্টে ও বিভিন্ন দুর্যোগে সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

জাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন বলেন, ‘অনেক কৃষক শ্রমিকের অভাবে তাদের জমির ধান ঘরে তুলতে পারছে না। তাদের সহযোগিতায় এগিয়ে আসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের অনুপ্রেরণায় আমরা এ কার্যক্রম পালন করেছি। আমরা দু’জন কৃষকের ধান কেটে তাদের বাড়িতে পৌঁছে দিয়েছি।’

এছাড়াও অতীতের মতো দেশের মানুষের দুর্দিনে বাংলাদেশ ছাত্রলীগ বরাবরের মতো এভাবে সবসময় পাশে থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.

  1. প্রচ্ছদ
  2. ক্যাম্পাস
  3. সাভারে কৃষকের ধান কেটে দিল জাবি ছাত্রলীগ

সাভারে কৃষকের ধান কেটে দিল জাবি ছাত্রলীগ

জাবি প্রতিনিধিঃ তীব্র তাপদাহ ও আকস্মিক কালবৈশাখী ঝড়ে জমির পাকা ধান কাটা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন সাভারের দুই কৃষক। বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে অসহায় কৃষকের পাশে দাঁড়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

সোমবার (১ মে) সকাল ১০ টায় শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান লিটন এর নেতৃত্বে সাভার উপজেলার মিরেরটেক এলাকার দুই কৃষকের জমির ধান কেটে দেন ছাত্রলীগ নেতাকর্মীরা। এসময় শাখা ছাত্রলীগের শতাধিক নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশগ্রহন করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের নির্দেশে এ কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

এ বিষয়ে জানতে চাইলে জাবি শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, ''আজকে আমরা ছাত্রলীগের পক্ষ থেকে সাভারের মিরেরটেক এলাকার দুই কৃষকের ধান কেটে দিয়েছি। প্রচণ্ড তাপদাহে সাধারণ কৃষক মাঠে স্বস্তিতে কাজ করতে পারছেন না। এ ছাড়া শ্রমিক সংকটও রয়েছে। ফলে অনেকেই পাকা ধান সময়মতো ঘরে তুলতে পারছেন না। বাংলাদেশ ছাত্রলীগ দেশের মানুষের দুঃখ-কষ্টে ও বিভিন্ন দুর্যোগে সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।'

জাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন বলেন, 'অনেক কৃষক শ্রমিকের অভাবে তাদের জমির ধান ঘরে তুলতে পারছে না। তাদের সহযোগিতায় এগিয়ে আসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের অনুপ্রেরণায় আমরা এ কার্যক্রম পালন করেছি। আমরা দু'জন কৃষকের ধান কেটে তাদের বাড়িতে পৌঁছে দিয়েছি।'

এছাড়াও অতীতের মতো দেশের মানুষের দুর্দিনে বাংলাদেশ ছাত্রলীগ বরাবরের মতো এভাবে সবসময় পাশে থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পাঠকের পছন্দ

মন্তব্য করুন