The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৪

ঐকমত্যকে ধারণ করেই বাংলাদেশকে এগিয়ে নিতে হবে : আলী রীয়াজ

ডেস্ক রিপোর্ট: অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের জন্য কাজ করছে। রাজনৈতিক শক্তিগুলোকে এই সংস্কার এগিয়ে নিতে সংকল্প থাকতে হবে। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ‘ঐক্য, সংস্কার, নির্বাচন’ শীর্ষক সংলাপে যোগ দিয়ে এসব কথা বলেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ।

তিনি বলেন, দেশের জনগণ ও রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক ব্যবস্থা, নাগরিক অধিকার ও ক্ষমতার বিকেন্দ্রীকরণ চায়। এই ঐকমত্যকে ধারণ করেই বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘আমাদের ঐক্যের জায়গাটা তৈরি করা দরকার। একটি জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা, নির্বাচনী ব্যবস্থা গড়ে তোলা দরকার যেটি প্রকৃতপক্ষে জনগণের মতামতের প্রতিফলন ঘটাতে পারে। এমন একটি ব্যবস্থা দরকার যেখানে ক্ষমতার এককেন্দ্রিককরণ ব্যবস্থা অসম্ভব হয়ে পড়বে এবং প্রতিষ্ঠানগুলো সার্বিকভাবে তাদের দায়িত্ব পালন করতে পারবে।

সংবিধান সংস্কার কমিশনের প্রধান বলেন, মানুষের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে শুধু আইন কানুনের সংস্কারই যথেষ্ট নয়। একটি ভালো সংবিধান প্রণয়নেই জনগণের সাংবিধানিক অধিকার নিশ্চিত হবে না। সকলে মিলে এই সংস্কারকে এগিয়ে নিতে কাজ করতে হবে।

সংলাপের উদ্বোধনী উপলক্ষে একটি একটি ভিডিও বার্তা দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ভিডিও বার্তায় তিনি বলেন, ‘সরকার রাষ্ট্র সংস্কারের জন্য কাজ করছে। সংস্কারের পরেই নির্বাচন আয়োজন করা হবে। সংস্কারবিহীন নির্বাচন সম্ভব নয়।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘সংস্কার আর নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলবে। নির্বাচন আয়োজন করবে কমিশন। নির্বাচনের তারিখ না পাওয়া পর্যন্ত এই প্রক্রিয়ায় নাগরিকদের সময় দিতে হয় না, তবে সংস্কারের কাজে সব নাগরিককে অংশ নিতে হয়।’

You might also like
Leave A Reply

Your email address will not be published.