The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪

৬ দিনের সফরে যুক্তরাষ্ট্রে জয়শঙ্কর, আলোচনায় উঠতে পারে বাংলাদেশ প্রসঙ্গ

ডেস্ক রিপোর্ট: ছয় দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আজ মঙ্গলবার থেকে শুরু হওয়া এ সফর শেষ হবে আগামী ২৯ ডিসেম্বর।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের জয়লাভের পর এটিই প্রথম ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর। তাই সফরটিকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

গতকাল সোমবার এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘২৪ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর। এই সফরে তিনি দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। বৈঠকে বসবেন আমেরিকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত এবং মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে।’

বার্তা সংস্থা পিটিআই তাদের সূত্রের বরাত দিয়ে বলেছে, গুরুত্বপূর্ণ এই রাষ্ট্রীয় সফরে বিদায়ী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গেও জয়শঙ্কর বৈঠক করবেন বলে জানা গেছে। পাশাপাশি তিনি সাক্ষাৎ করতে পারেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও।

ভারতীয় আরেক সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, বৈঠকে কোন কোন বিষয়ে আলোচনা হতে পারে সে ব্যাপারে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিস্তারিত কিছু না বললেও ধারণা করা হচ্ছে আঞ্চলিক বিষয়গুলোর মধ্যে বাংলাদেশ প্রসঙ্গ গুরুত্বের সঙ্গে স্থান পেতে পারে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এমন এক সময়ে যুক্তরাষ্ট্রে সফরে গেলেন যখন ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লির কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে বাংলাদেশের অন্তবর্তী সরকার। এ ছাড়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনেরও মেয়াদ শেষ হতে চলেছে এই জানুয়ারিতেই। আগামী ২০ জানুয়ারি নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে ডোনাল্ড ট্রাম্পের।

You might also like
Leave A Reply

Your email address will not be published.