ডেস্ক রিপোর্ট: দৈনিক আমার দেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, বাংলাদেশের মিডিয়াতে একটা ইসলাম ফোবিয়া আছে। আমরা সংবাদের মাধ্যমে এই ইসলাম ফোবিয়া মোকাবিলা করব।
এ ছাড়াও বিশ্বব্যাপী মুসলমানদের ওপর যে জুলুম চলছে সে বিষয়ে আমার দেশ স্বোচ্চার থাকবে বলে জানান তিনি। মাহমুদুর রহমান বলেন, গাজাতে ১৪ মাস ধরে যে গণহত্যা চলছে সেই গণহত্যার কাহিনী আমাদের দেশের পত্রিকায় নেয় বললেই চলে। আমরা সেই কাহিনী তুলে ধরব।
শুক্রবার (২০ ডিসেম্বর) আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
মাহমুদুর রহমান বলেন, আমরা অসহায় মানুষের কণ্ঠস্বর হতে চাই। সামাধারণ জনগণের হয়ে কথা বলেছি, সামনেও বলব।
তিনি বলেন, আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি। সব সময় এই লড়াই করে যাব। শুধু হাসিনা ফ্যাসিবাদী নয়, যারাই ফ্যাসিবাদ আচরণ করবে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে।
আমার দেশ পত্রিকার সম্পাদক বলেন, আমার দেশ পত্রিকার প্রতি অনেক প্রত্যাশা রয়েছে। জনগণের সেই প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করা হবে।