The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ১৮ই ডিসেম্বর, ২০২৪

ফিক্সিংয়ের মামলায় সাকিবের দলের মালিক গ্রেপ্তার, ৪ দিনের রিমান্ড

ডেস্ক রিপোর্ট: ফিক্সিংয়ের অভিযোগে শ্রীলঙ্কার টি১০ সুপার লিগের দল গল মারভেলসের মালিক প্রেম ঠক্করকে গ্রেপ্তার করা হয়েছে। শ্রীলঙ্কার সংবাদমাধ্যম নিউজওয়্যারের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ইএসপিএনক্রিকইনফো।

প্রতিবেদন অনুযায়ী, ঠক্কর এক বিদেশি খেলোয়াড়কে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দেন। সেই খেলোয়াড় প্রস্তাব নাকচ করে ফিক্সিং-বিরোধী ইউনিটকে বিষয়টি জানালে, শ্রীলঙ্কার স্পোর্টস পুলিশ ইউনিট ঠক্করকে গ্রেপ্তার করে। পরে আদালত তাকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছে।

গল মারভেলসের খেলোয়াড় হিসেবে শ্রীলঙ্কায় অবস্থান করছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রেম ঠক্করের এই গ্রেপ্তারের ফলে দল এবং লিগ নিয়ে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। তবে গল মারভেলসের খেলা নির্ধারিত সূচি অনুযায়ীই চলছে। আজকের ম্যাচে বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার আগে গল মারভেলস ৫.৫ ওভারে ৫৩ রান করে ৪ উইকেট হারিয়েছে। সাকিব ৩ বলে ৬ রান করে আউট হন।

প্রেম ঠক্কর ভারতীয় নাগরিক হলেও তিনি শ্রীলঙ্কায় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক দল পরিচালনা করেন। তার গ্রেপ্তারের ঘটনায় লঙ্কা টি১০ সুপার লিগে অংশগ্রহণকারী খেলোয়াড়দের মানসিক চাপের মধ্যে ফেলে দিয়েছে।

সাকিব বর্তমানে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নিচ্ছেন। লঙ্কা টি১০ লিগে যোগ দেয়ার আগে তিনি আবুধাবি টি১০ লিগে খেলেছেন এবং তারও আগে যুক্তরাষ্ট্রের জাতীয় ক্রিকেট লিগে অংশ নেন। তবে যুক্তরাষ্ট্রের সেই লিগে অনিয়মের কারণে আইসিসি সেটিকে নিষিদ্ধ ঘোষণা করেছে।

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিবের জাতীয় দলের হয়ে খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তার দেশে ফেরা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.