The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর, ২০২৪

জাবি ভর্তি পরীক্ষায় থাকবে না মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা বাতিলের সিদ্ধান্তের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এ ছাড়া প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন ১ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে ২১ জানুয়ারি পর্যন্ত।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসানের সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় এসব সিদ্ধান্ত হয় বলে জানান ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যসচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা।

তিনি বলেন, সভায় ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ভর্তি পরীক্ষা।

এর আগে ১ ডিসেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা বাতিলসহ তিন দাবিতে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।

দাবিগুলো হলো, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা বাতিল করতে হবে; ভিসি কোটা বাতিল করতে হবে এবং পোষ্য কোটা সংস্কার করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা জানান, পোষ্য ও ভিসি কোটার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা পদ্ধতি বাতিলের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তবে পোষ্য ও ভিসি কোটা নিয়ে পরবর্তী সভায় সিদ্ধান্ত নেয়া হবে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, গত বছর ৬টি ইউনিটে পরীক্ষা হলেও এবার আরও ৪ অতিরিক্ত ইউনিট মোট ১০ ইউনিটে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আইন অনুষদ, ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) ও তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট এবার স্বতন্ত্র ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.