ডেস্ক রিপোর্ট: বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনকে ক্ষমা করার সিদ্ধান্তের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্টের ক্ষমতা ব্যবহার করে গতকাল রোববার বাইডেন তাঁর ছেলে হান্টারকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা করেন। আগ্নেয়াস্ত্র ও কর ফাঁকির অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন হান্টার।
বাইডেনের সিদ্ধান্তে প্রতিক্রিয়া জানিয়ে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেছেন ডোনাল্ড ট্রাম্প।
তিনি লিখেছেন, ‘প্রেসিডেন্টের ক্ষমতা ব্যবহার জো হান্টারকে ক্ষমা করেছেন। হান্টারকে করা ক্ষমার মধ্যে কি জে-সিক্স (২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার ঘটনা) বন্দীরাও অন্তর্ভুক্ত, যাদের বছরের পর বছর ধরে কারাগারে রাখা হয়েছে? এটি বিচারব্যস্থার অপব্যবহার ও গর্ভপাতের শামিল!’
দুটি ফৌজদারি অপরাধে হান্টার বাইডেনের কারাদণ্ড হয়েছে। হান্টার বাইডেন এ বছরের শুরুতে মাদক সেবন ও অস্ত্রের বিষয়ে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে অভিযুক্ত হন। এ ছাড়া কর ফাঁকির মামলায়ও তিনি দোষী সাব্যস্ত হন।
চাইলে যেকোনো অপরাধীকেই ক্ষমা করে দিতে পারেন প্রেসিডেন্ট। যদিও আগে বাইডেন বলেছিলেন, বিচারে দোষী সাব্যস্ত হলে নিজের ছেলেকে তিনি ক্ষমা করবেন না। তবে গতকাল রোববার ছেলে হান্টার বাইডেনকে রাষ্ট্রীয় ক্ষমা ঘোষণা করেন প্রেসিডেন্ট জো বাইডেন।
এক বিবৃতিতে বাইডেন বলেন, ‘আমি আজ আমার ছেলে হান্টারের জন্য রাষ্ট্রীয় ক্ষমার অনুমোদন পত্রে স্বাক্ষর করলাম। এটি সম্পূর্ণ নিঃশর্ত ক্ষমা।’
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেই বলেছিলাম, বিচার বিভাগের সিদ্ধান্ত গ্রহণে হস্তক্ষেপ করব না এবং আমি আমার কথা রেখেছি। যদিও আমার ছেলেকে আলাদভাবে এবং অন্যায়ভাবে বিচারের সম্মুখীন হতে দেখলাম।’