The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪

অভিনয়কে বিদায় জানালেন ‘টুয়েলভ ফেল’ অভিনেতা

বিনোদন ডেস্ক: এক যুগের ক্যারিয়ারে বক্স অফিসে একাধিক হিট সিনেমা উপহার দিয়েছেন বলিউডের জনপ্রিয় মুখ বিক্রান্ত ম্যাসি। তবে এতো কিছুর পরেও অভিনয় ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন বিক্রান্ত। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এক পোস্টে তিনি নিশ্চিত করেছেন যে, ২০২৫ সালের পর আর কোনো সিনেমায় তাকে দেখা যাবে না।

ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে জানা যায়, ইনস্টাগ্রামে দেওয়া ওই নোটে বিক্রান্ত লিখেছেন, গত কয়েক বছর অসাধারণ ছিল। আপনাদের অটুট ভালোবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ। তবে এখন সময় হয়েছে সবকিছু নতুন করে ভাবার এবং ঘরে ফেরার। একজন স্বামী, বাবা এবং পুত্র হিসেবে। এবং একজন অভিনেতা হিসেবে।

তিনি আরও লিখেছেন, ২০২৫ সালে আমরা শেষবারের মতো একে অপরের সঙ্গে দেখা করব। শেষ দুটি সিনেমা এবং বহু বছরের স্মৃতি নিয়ে আপনাদের থেকে বিদায় নেব। আবারও ধন্যবাদ, সবকিছুর জন্য। চিরকাল কৃতজ্ঞ।

গতবছর ‘টুয়েলভথ ফেল’ সিনেমায় অভিনয় করে দারুণ প্রশংসা কুড়িয়েছেন বিক্রান্ত ম্যাসি। ভারতের আইপিএস কর্মকর্তা মনোজ কুমার শর্মার জীবনসংগ্রাম গল্পে নির্মিত ‘টুয়েলভথ ফেল’ সিনেমাটি দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। মনোজ চরিত্রে অভিনয় করেছিলেন বিক্রান্ত ম্যাসি।

প্রসঙ্গত, দুই দশকের বেশি সময় ধরে বলিউড, টেলিভিশন এবং ওটিটি প্ল্যাটফর্মে একের পর এক দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন বিক্রান্ত ম্যাসি। ২০০৯ সালে ‘বালিকা বধূ’ সিরিজ দিয়ে পরিচিতি পান বিক্রান্ত। ‘টুয়েলভথ ফেল’ ছাড়াও ‘হাসিনা দিলরুবা’, ‘সবরমতী রিপোর্ট’, এবং ‘সেক্টর থার্টি সিক্স’-এর মতো সিনেমাগুলোয় তার অভিনয় সমালোচকদের পাশাপাশি দর্শকদেরও মুগ্ধ করেছে। সর্বশেষ ‘সবরমতী রিপোর্ট’-এ তাকে দেখা গেছে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.