ডেস্ক রিপোর্ট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আবারও বলেছেন, তার দেশ ফিলিস্তিনিদের সহায়তা দেবে। ইসরাইলকে স্বীকৃতি দেবে না।
লাতিন আমেরিকার দেশ পেরুতে শুক্রবার এশিয়া–প্যাসিফিক ইকনোমিক কোঅপারেশনের (এপেক) সংবাদ সম্মেলনে আনোয়ার ইব্রাহিম এ মন্তব্য করেন।
ইসরাইলের সঙ্গে বরাবরই কূটনৈতিক দূরত্ব বজায় রেখে চলে মালয়েশিয়া। এই নীতিতে পরিবর্তন আনতে চায় কিনা তার সরকার—মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে এ প্রশ্ন করা হয়েছিল। জবাবে তিনি ইসরাইল ও ফিলিস্তিন নিয়ে নিজের সরকারের আগের অবস্থান পুনর্ব্যক্ত করেন।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের ক্রমবর্ধমান সহিংসতার বিষয়ে এবারের এপেক সম্মেলনে একমাত্র দেশ হিসেবে মালয়েশিয়া প্রশ্ন তুলেছে।
আনোয়ার ইব্রাহিম বলেন, একটি জাতির অধিকারের বিষয়টি অস্বীকার করা হলে, আমরা কীভাবে অর্থনীতি ও মুক্ত বাণিজ্য সম্পর্কে কথা বলতে পারি? এটা ন্যায়বিচারের বিষয়। যেখানে প্রয়োজন সেখানেই ফিলিস্তিনিদের জন্য সমর্থন অব্যাহত রাখবে মালয়েশিয়া।