The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ১৪ই নভেম্বর, ২০২৪

ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে : মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট: নেতিবাচক কথাবার্তার কারণে ফ্যাসিবাদ আবারো মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অনুরোধ করব, যারা এ ধরনের প্রচারণা চালাচ্ছেন তারা দয়া করে এটা বন্ধ করুন। এটা কখনোই জনগণের জন্য ভালো কিছু বয়ে আনবে না।

শনিবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এক সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, আপনারা এত বড় একটা অসাধ্য সাধন করেছেন; ফ্যাসিবাদ যেন মাথাচাড়া না দেয় তার জন্য আপনারা কাজ করবেন। আমাদের সামনে যে সংকট আছে, সেই সংকট উত্তরণে ধৈর্য ধরে সংস্কারকাজ সম্পন্ন করতে হবে এবং নির্বাচন যেন সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারি সেই ব্যবস্থা নিতে হবে।

মির্জা ফখরুল বলেন, এই সরকারকে সময় দিতে হবে। তাদের আমরা দায়িত্ব দিয়েছি, তারা কাজ করছেন। অনেকে বলেন যে মিডিয়ায় তারা সরকারের কোনো সাফল্য দেখতে পান না। আমি অবাক হই। এই তিন মাস সময়ের মধ্যে সরকার অনেক কাজ করেছে। অস্বীকার করার তো উপায় নেই। সংস্কার করার জন্য তারা কমিশন গঠন করেছে, আইন পরিবর্তন করেছে, আইনগুলো নিয়ে কাজ করছে। বেশ কিছু ফ্যাসিবাদের দোসরকে আটক করেছে। বিচারের ব্যবস্থা নিচ্ছে। এ বিষয়গুলো কিছু করছে। সব কিছু একসঙ্গে সম্ভব নয়।

তিনি বলেন, আমি বিশেষ করে তরুণদের বলব, অনুরোধ করব যে, আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। একটা কথা আমাদের মনে রাখতে হবে যে এবার যে সুযোগ সৃষ্টি হয়েছে সেই সুযোগ যাতে কোনো মতেই হাতছাড়া না করি। এবার এ সুযোগ হারিয়ে গেলে আমাদের জাতি হিসেবে অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে। আমি এই কথাটা জোর দিয়ে বলতে চাই।

ন্যাশনাল ইয়ুথ ফোরামের সভাপতি অ্যাডভোকেট আমিনুল ইসলাম মুনিরের সভপতিত্বে অনুষ্ঠানে গণসংহতি আন্দোলনের জেনায়েদ সাকি, ন্যাশনাল ডেমোক্রেটি মুভমেন্টের ববি হাজ্জাজ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, মিডিয়া ব্যক্তিত্ব জামিল আহমেদ, জহিরুল আলম, ইয়ুথ ফোরামের মেহেরুন্নেসা হক, সোহান হাফিজ, তানজিনা নওসিন, মনিরুজ্জামান মুনির, মেহেদি হাসান মিঠু, শফিউল কবির, জেরিন আনজুম মৌ, আয়ান আহমেদ বক্তব্য দেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.