The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ৮ই নভেম্বর, ২০২৪

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে আজহারীর স্ট্যাটাস

ডেস্ক রিপোর্ট: জালিমের সহায়ক নয়, মজলুমের পক্ষের আওয়াজ হওয়ার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছেন মালয়েশিয়া প্রবাসী ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী।

শুক্রবার (৮ নভেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান।

ফেসবুক স্ট্যাটাসে আজহারী লেখেন, জালিমের সহায়ক নয়, মজলুমের পক্ষের আওয়াজ হোন।

মিজানুর রহমান আজহারী তার ফেসবুক স্ট্যাটাসের সঙ্গে একটি ছবি সংযুক্ত করেন। সেটিতে সুনানু ইবনে মাজাহর একটি হাদিস লেখা আছে।

হাদিসটি হলো- রাসুলুল্লাহ (স.) ইরশাদ করেন, যে ব্যক্তি জালিমের পক্ষ নেয় অথবা জুলুমে সহায়তা করে, সে তা ত্যাগ না করা পর্যন্ত আল্লাহর ক্রোধের মাঝে থাকে। (সুনানু ইবনে মাজাহ: ২৩২০)

এর আগে গত ২ অক্টোবর দেশে এসেছিলেন আজহারী। দেশে ৮দিন অবস্থানের পর ৯ দিনের মাথায় আবার তিনি মালয়েশিয়া ফিরে গেছেন। এরই মাঝে দেশের আলেম-ওলামা ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে কয়েকটি ক্লোজ মিটআপ প্রগ্রাম করেছেন।

যাওয়ার আগে দেওয়া ফেসবুক স্ট্যাটাসে তিনি জানান, দীর্ঘ পাঁচ বছর পর সংক্ষিপ্ত সফরে দেশে এসেছিলাম। বেশির ভাগ সময় পরিবারের সঙ্গে কাটিয়েছি। এরই মাঝে বিভিন্ন ঘরানার আলিম-উলামা ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে একটি ক্লোজ মিট-আপ প্রগ্রাম করেছিলাম।

আলহামদুলিল্লাহ, সত্যিই সে দিনটি বেশ উপভোগ্য ছিল। তবে শর্ট নোটিশে প্রগ্রামটি আয়োজনের কারণে অনেক প্রিয় ভাই আসতে পারেননি। আবার কিছুটা তাড়াহুড়ো করে দাওয়াত দেওয়ার কারণে, বেখেয়ালবশত অনেকে বাদ পড়েছেন। আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। পরবর্তী সময়ে সবার সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা রইল।

You might also like
Leave A Reply

Your email address will not be published.